জনপ্রিয় জুটি শক্তিমান ও গীতার বিয়ে হয়নি কেন? কেন আজও অবিবাহিতই থেকে গেলেন শক্তিমান

৯০ এর দশকের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো শক্তিমান। সেই সময়কার শিশু ও কিশোরদের মনে এখনো অনেক আবেগ জমা হয়ে আছে শক্তিমানকে নিয়ে। ওই সিরিয়ালের জনপ্রিয় দুটি চরিত্র গঙ্গাধর ও শক্তিমান আজও মনের কোনায় জায়গা করে আছে অনেক ব্যক্তির মনে। সেই সিরিলে ডাবল রোলের ভূমিকায় অভিনয় করেছিলেন শক্তিমান। আর এই সিরিয়াল থেকেই প্রথম জনপ্রিয় ভিলেনের তালিকায় নাম ওঠে তোমরাজ কিলভিশ-এর। জনপ্রিয় ওই ভিলেন চরিত্রের ডায়লগ ‘অন্ধেরা কায়েম রহে গা’ আজও ভোলেনি অনেকেই।
সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্ক দেশজুড়ে শুরু হবার পর আবার টিভির পর্দায় দেখানো শুরু হয়েছে ‘শক্তিমান’। আর এই সিরিয়াল এখনো দেখছেন দেশের হাজার হাজার মানুষ। শক্তিমানের এই জনপ্রিয়তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার বড় পর্দায় বানানো হবে শক্তিমান। আর এই সিনেমা রূপে শক্তিমান মুক্তি পাবে তিনটি পার্টে।
মুকেশ খান্না নিজেই এই ছবির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ও এই প্রসঙ্গে বলেছেন ‘শক্তিমান এমন এক গল্প যা একটা ছবিতে দেখানো সম্ভব না। এই ছবিকে তিনটে পার্টে ভাগ করা হবে। তবে এই চরিত্রের জন্য একটি নতুন মুখের খোঁজ চালানো হচ্ছে। যতক্ষণ না, নতুন মুখ পাওয়া যায়, নতুন কোনও তথ্য দেওয়া যাবে না।”
তবে সেই সময়ের তুমুল জনপ্রিয় জুটি শক্তিমান ও গীতা বিশ্বাস কে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও। তাদের দুজনের মধ্যে রিয়্যাল লাইফে প্রেম অথবা বিয়ে হয়নি কেন ? সেই প্রশ্ন এখনো ঘুরপাক খায় সকলের মনে। বেশ কয়েক বছর ধরে একসাথে তারা অভিনয় করলেও তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক কি তৈরী হয়নি! এই প্রশ্নই এখনো ঘুরপাক খায় অনেকেরই মনে।
সম্প্রতি বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা মুকেশ খান্না। তিনি একসাক্ষাতকারে বলেছেন “বিয়ে তাদের ভাগ্যে হয় যারা তাদের ভাগ্যে থাকে। যাইহোক, আমার মনের কথা বলার অভ্যাসের কারণে, অনেক বিতর্কিত বিষয় আমার সাথে যুক্ত। আমি বিয়ের বিরুদ্ধে নই। লোকেরা প্রায়ই বলে যে মুকেশ খান্না ভীষ্ম পিতামহের চরিত্রে অভিনয় করেছেন বলে তিনি ব্যক্তিগত জীবনে তার চরিত্র গ্রহণ করছেন, তাই তিনি বিয়ে করেননি। কিন্তু আমি এত মহান নই এবং কোন মানুষ ভীষ্ম পিতামহ হতে পারে না। আমি আমার ব্যক্তিগত জীবনে ভীষ্মের মত কোন প্রতিজ্ঞা গ্রহণ করি নি। ”