নিয়মিত গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী, এবারে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিলেন শ্রুতি দাস

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র নোয়া ওরফে শ্রুতি দাস বরাবরই তাকে তার গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হতে হত। এর আগেও তাকে অনেক কথা শুনতে হয়েছিল নেটিজেনদের কাছ থেকে। কিন্তু এইবার তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করলেন। অনলাইন অ্যাবিউজ-এর বিরুদ্ধে এদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন শ্রুতি।
সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রুতি জানিয়েছেন, নেটিজেনদের একাংশ মনে করছেন, পায়েল দে বা রুকমা রায়-এর মত অভিনেত্রী থাকতে কেন শ্রুতিকে এই ধারাবাহিকে কাস্ট করা হল। কিছুদিন আগেই উপমা নামে এক নেটনাগরিক বলেছিলেন রুকমার মতো সুন্দরী অভিনেত্রী থাকতে শ্রুতিকে অযথা প্রাধান্য দিয়ে ‘দেশের মাটি’ সিরিয়ালটিকে উচ্ছন্নে পাঠানো হচ্ছে। সেই প্রসঙ্গে শ্রুতিও মজাদার উত্তর দিয়েছিলেন। তবে শ্রুতির ঘটনা সমাজ ও ইন্ডাস্ট্রির এক কদর্য সত্যকে আবারও সামনে এনে দিল যেখানে গায়ের রঙের উপর নির্ভর করে নায়িকা বাছা হয়। যাঁরা শ্রুতিকে তাঁর গায়ের রঙ নিয়ে এভাবে অপমান করছেন, দিনের শেষে মা কালীর মূর্তির সামনে হাত জোড় করে সাফল্য প্রার্থনা করতে তাঁদের লজ্জা করবে না তো!
এই ধারাবাহিকটি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু তারপরেও এই ধারাবাহিকের অভিনেত্রী শ্রুতি দাসকে নিয়ে এরকম কুমন্তব্য। শ্রুতি জানিয়েছেন, সম্প্রতি নেটিজেনদের একাংশ তাঁকে ব্ল্যাকবোর্ড বলে ডাকা শুরু করেছেন। আবার অনেক নেটনাগরিক কটাক্ষ করে বলেছেন যে, স্বর্ণেন্দু -এর সঙ্গে সম্পর্কের কারণে কাজ পাচ্ছেন শ্রুতি। শুধু তাই নয় শ্রুতির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়াও বারবার গায়ের রঙ নিয়ে ট্রোলড হতে হতে একজন মানুষ হিসাবে তিনিও আর সহ্য করতে পারছেন না। কিন্তু এবারে সমস্ত সীমা পার হওয়াতে তিনি আইনি পথে যেতে বাধ্য হয়েছেন।
ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। এই ধারাবাহিকে ‘নোয়া’র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। এর আগে তিনি ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে অভিনয় করেছেন সেখান থেকে ‘দেশের মাটি’। এই ধারাবাহিকের মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়ে যায়। সকলের পরিচিত হয়ে ওঠে নোয়া ওরফে শ্রুতি দাস। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন করোনায়। এখন সুস্থ আছেন। শ্রুতির অভিনয়, গানের গলা, নাচ সবই ভালো করে রপ্ত করেছেন। নিজের দক্ষতায় টলিপাড়াতে বেশ জনপ্রিয় ।
View this post on Instagram