বিনোদন

ইন্ডাস্ট্রিতে ১২ বছর রণিতার, শুরু থেকে কেমন ছিল ‘বাহামনির’ এই পথচলা?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস। ‘বাহামণি’র চরিত্রে অভিনয় করে দর্শকদের অকুণ্ঠ ভালবাসা আদায় করেছিলেন অভিনেত্রী রণিতা দাশ। খুব ছোটোতেই অভিনয় জগতে পা রেখেছেন এই অভিনেত্রী। এরপর ‘ধন্যি মেয়ে’ ও পরে ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রণিতা। তবে দর্শকদের কাছে রণিতা ‘বাহামনি’ নামেই বেশি পরিচিত। আজও যেন ‘বাহামনি’কে ভুলতে পারেননি দর্শকেরা।

বর্তমানে যদিও রণিতাকে অভিনয় করতে দেখা যায়না। কিন্তু কেন? চলতি বছর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগদান করেন অভিনেত্রী, তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সৌপ্তিক।জানা গিয়েছে, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের পর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি পড়াশুনার জন্য । এরপর ২০১৫ সালে কালার্স বাংলার রিয়ালিটি শো ‘মায়ের সুপার কিড’ সঞ্চালনা করেছেন তিনি । ২০১৬ সালে কালার্স বাংলার ধারাবাহিক ‘সোহাগি সিঁদুর’এ অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে ‘আনঅ্যাফ্রেড সিজিন ২’ ওয়েব সিরিজকে শেষবার পর্দায় দেখা গিয়েছিলো সকলের প্রিয় বাহামনিকে ।

এমনকি এও জানা যায়, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিক থেকে তিনি নিজেই সরে এসেছিলেন। কারণ সেখানে তার চরিত্র নিয়ে অনেকেই সমালোচনা করতেন। যার ফলে বাধ্য হয়েই অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন রণিতা। আর অন্যদিকে অভিনেত্রীর বয়ফ্রেন্ড সৌপ্তিকও ‘জল নুপুর’ ধারাবাহিক থেকে দূরে সরে যান । যার ফলে বলা হয়েছিল তারা দুজনে প্ল্যান করে এক সঙ্গেই অভিনয় থেকে দূরে চলে গিয়েছে । তবে ২০১৮ সালে রণিতা এবং সৌপ্তিককে ফের একবার কালার্স বংলায় ‘মহাপ্রভু শ্রী চৈতন্য়’ ধারাবাহিকে একসঙ্গে শিব-পার্বতীর ভূমিকায় দেখা যায়।

তবে অভিনেত্রী রণিতা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো ছিল না। যার ফলে তিনি অভিনয় থেকে দূরে সরে যান। তাছাড়াও তিনি নাকি ওই শারীরিক অবস্থা নিয়ে ঘন্টার পর ঘন্টা শ্যুটিং করতে পারতেন না।

Back to top button