‘গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত শুভশ্রী’, খবর প্রকাশ্যে আসতেই কী বললেন অভিনেত্রী

গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি । ছোট্ট ছেলে ইউভানকে ছেড়ে যেন মোটেই ভালো নেই অভিনেত্রী। তার প্রমান ইনস্টাগ্রাম পোস্ট।ছেলের ছবি পোস্ট করে মন খারাপের বার্তা দিয়েছিলেন শুভশ্রী। এরপর শুভশ্রীকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছিল। যদিও এর কোনো পাল্টা জবাব দেননি টলিউডের এই অভিনেত্রী। তবে এদিকে রাজ্ চক্রবর্তী বাড়িতে ফিরে এসেছে। এবং ছেলেকে কাছে পেয়ে বেজায় খুশি হয়েছেন। অন্যদিকে ইউভানও অনেকদিন পর বাবাকে কাছে পেয়ে ভীষণ খুশি।
তবে এদিকে শোনা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এই খবর প্রকাশ্যে আসতেই তা ভুয়ো বলে জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নিজেই। তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন। এবং আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন শুভশ্রী। যদিও প্রথমে শুভশ্রী হাসপাতালে ভর্তি শুনে চিন্তায় পরে গিয়েছিলো ফ্যানেদের। তবে বর্তমানে শুভশ্রীর কাছ থেকে আসল ঘটনা শুনে চিন্তা মুক্ত হয়েছেন অভিনেত্রীর ফ্যানেরা।
ভক্তদের উদ্বেগ কমাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেছেন নায়িকা। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।যেখানে শুভশ্রী জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণ ভুয়ো খবর ছড়িয়েছে যে আমি হাসপাতালে ভর্তি। আমি একদম সুস্থ আছি, এবং বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছি।খুব শীঘ্রই করোনাকে জয় করব। দয়া করে গুজবে কান দেবেন না। সকলে সাবধানে থাকুন’।
অন্যদিকে, শুভশ্রীর পর এবার করোনায় আক্রান্ত অভিনেত্রীর দিদি দেবশ্রী। গত বৃহস্পতিবার থেকেই পুরোপুরি স্বাদ-গন্ধ চলে গিয়েছে দেবশ্রীর। আর এর পরই তিনি জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত । বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনিও শুভশ্রীর মতো রয়েছেন হোম আইসোলেশনে। সেখানে থেকেই যেন দিন কাটছে শুভশ্রীর দিদি দেবশ্রীর।