স্পষ্ট শরীরের ভাঁজ, ক্যামেরার সামনেই স্কিনফিট পোশাকে সোনাক্ষি! নায়িকাকে দেখে ঘাম ঝরছে ফ্যানেদের

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষি সিনহা। তবে বলিউডে সোনাক্ষি তার বাবার পরিচয়ে জনপ্রিয় হয়ে ওঠেননি, জনপ্রিয় হয়েছেন নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে । বলিউড অভিনেতা সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় করে বলিউডে পাকা জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
সোনাক্ষির অভিনয়ে যেন মুগ্ধ অনেক ভক্তই। তবে জানেন কি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা । মাঝে মধ্যেই নানা রকম ছবি সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি ভিডিও পোস্ট করে ঝড় তোলেন সোনাক্ষি সিনহা। ছবিগুলি ভাইরালও হয়ে যায় মুহূর্তের মধ্যে।নেটিজেনরাও যেন চোখ সরাতে পারেননা বলিউড অভিনেত্রী সোনাক্ষির সেই সব ছবি দেখে । আর এবারও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি ফের নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। যেখানে তার হট পোজ যেন নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীকে দেখে যেন গরমে ঘাম ঝরছে ফ্যানেদের। কিন্তু কি এমন ছবি পোস্ট করেছেন নায়িকা সোনাক্ষি । যা দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। তাহলে দেখে নিন-
ছবিটিতে স্কিন কালারের বটম পোশাক পরেই যোগাসন করছেন সোনাক্ষি।কিন্তু অভিনেত্রীর শরীরের সঙ্গে লেগে থাকা পোশাক দেখেই অনেকেই মনে করেছেন কিছুই পরেননি সোনাক্ষি ।ক্যামেরা ও রেখেই নগ্ন হয়ে শরীর চর্চায় মেতে উঠেছেন অভিনেত্রী সোনাক্ষি। তবে আসলে সেটা নয়, কারণ অভিনেত্রী গায়ের রঙের সঙ্গে স্কিন কালারের বটম পোশাক পরে রয়েছেন । যা দেখে মনে হচ্ছে কিছুই পড়েননি সোনাক্ষি। এই ছবিটি দেখে ভিরমি খেয়ে যান ফ্যানেরা। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল নেটদুনিয়ায়।