অর্থনীতি

৪৫ মিনিটের জন্য বন্ধ হয়ে গেলো শেয়ার বাজার, আর্থিক মন্দার আশংকায় তোলপাড় শেয়ার বাজার

নিফটি ও সেনসেক্সের বড় পতন দেখা গেলো আজ। আজ নিফটি এসে দাঁড়িয়েছে ৮৬২৪ পয়েন্টে ও সেনসেক্স সূচক নেমে এসেছে ২৯০০০ পয়েন্টে।যা গত দিনের তুলনায় সেনসেক্স নিচে নেমেছে প্রায় ৩০০০ পয়েন্ট ও নিফটি ৯৫০ পয়েন্ট।আর এতো বড় মাপের পতনের কারণেই প্রায় ৪৫ মিনিট বন্ধ রাখতে হয়েছিল শেয়ার বাজার।

শেয়ার বাজারের এই বড় পতনের জন্য দায়ী করা হচ্ছে মূলত করোনা ভাইরাসের আতঙ্ককেই। সারা বিশ্ব এখন করণের আতঙ্কে আতংকিত সেই আতঙ্কের প্রভাবে মানুষ ঘর থেকে বের হচ্ছে কম।আর এরফলেই কমছে কেনা -বেচা সহ বিভিন্ন আর্থিক চাহিদা। আর তার প্রভাব গিয়ে পড়ছে শেয়ার মার্কেটের উপর।

আর্থিক বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে ২০০৮ সালে সারা বিশ্বে যে আর্থিক পতন ঘটেছিলো সেই স্মৃতিই আবার ফিরে আসতে পারে শেয়ার মার্কেটে।

Back to top button