সুপারস্টার জিৎকে ঘিরে তুমুল উত্তেজনা দর্শকদের মাঝে, উত্তেজনায় ফেটে পড়লেন আমজনতা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুপারস্টার জিৎ। ‘সাথী’ সিনেমা দিয়ে বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন অভিনেতা জিৎ। তারপর থেকে বহু সিনেমাতে অভিনয় করেছেন জিৎ। এবারে জিৎকে নীল ব্লেজারে দেখা গেলো জিৎকে। তাকে দেখা মাত্রই তাকে ঘিরে তুমুল উত্তেজনা ও ভিড় জমায় দর্শকেরা।
মুর্শিদাবাদে তাকে ঘিরে উত্তেজনা চরমে। তবে কি জিৎ রাজনীতিনিতে নেমেছেন? যা ভাবছেন তা একদমই নয়। মুর্শিদাবাদেব একটি মলের ভউদ্বোধনীতে গিয়েছেন অভিনেতা। আর সুপারস্টার জিৎ সেখানে মাইক হাতে নিয়ে কিছু বলতেই তুমুল ভিড় হয়ে যায়।
অভিনেতা জিৎ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। মাঝে মধ্যেই নানারকম পোস্ট করে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন জিৎ।সেখানে দেখা যাচ্ছে, একটি মঞ্চে দাঁড়িয়ে তিনি। তার পরনে নীল রঙের ব্লেজার। চোখে সানগ্লাস। আর সাদা চামড়ার গ্ল্যামার যেন উপচে পড়ছে। এখনও অবধি জিৎকে ২০২০ সালে লাস্ট ‘অসুর ‘ ছবিতে দেখেগা গেছে। এরপরে সুপারস্টারকে দেখা যাবে ‘বাজি’ সিনেমাতে।
View this post on Instagram
বাংলা সিনেমা জগতে অভিনেতা জিৎ ও দেব নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদেরকে মাতিয়ে রেখেছিলো। কিন্তু করোনা আবহয়ের জন্য লকডাউনে সিনেমা জগতে এর প্রভাব পরে। কিন্তু বাংলা সিনেমা জগৎ সেই আগের জায়গায় ফিরতে চলছে ওয়েব সিরিজের মাধ্যমে। কিন্তু এর মাঝেও বিধানসভা নির্বাচন এসে হাজির হল। তবে সবকিছু কাটিয়ে আবার বাংলা সিনেমার সুপারস্টার সেই আগের জায়গা ধরে রাখবে।