দেশ
সাবধান! টাকা থেকেও ছড়াতে পারে করোনা, সংক্রমণ থেকে বাঁচতে CAIT দিলো নতুন পরামর্শ

সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক বিরাজমান তা হলো করোনা। ভারতেও এই ভাইরাস ক্রমশ আক্রমণ শানাচ্ছে।মঙ্গলবার নতুন করে ভারতে আরো ১০ জনের মধ্যে পাওয়া গেলো করোনা ভাইরাস।তাদের মধ্যে ৬ জন কেরল ও ৪ জন কর্ণাটকের বাসিন্দা।এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ জন চিকিৎসাধীন আছে।বর্তমানে করোনা নিয়ে চিন্তায় আছেন সকলেই।
তাই এবার ভারতের ব্যবসায়ী সংগঠন CAIT সরকারের কাছে আর্জি জানিয়েছে যে এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সরকার যেন সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করে।WHO -র পক্ষ থেকেও কংটাক্টলেস লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে।
CAIT সরকারকে ডিজিটাল লেনদেন করার বিষয়ে উৎসাহ প্রদান করার পাশাপাশি প্লাস্টিকের নোট তৈরির পরামর্শ দিয়েছে কারণ পেপার নোট বিভিন্ন ভাইরাস বা ফাঙ্গাস থাকার সম্ভাবনা প্রবল।
ইতিমধ্যে ইরানে ক্যাশ লেনদেন না করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।