বাংলা সিনেমার পর এবার পারি বলিউডে, দেবের প্রেমিকা রুক্মিণী ব্যস্ত নতুন সিনেমার শুটিংয়ে

মধ্য রাত্রিতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট নায়িকার। মাথায় সবুজ রঙের হুডি। সাথে মুখে হালকা মেকাপ। অভিনেত্রী রুক্মিণী মৈত্র ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন ‘প্যাক আপ’। কিন্তু নতুন সিনেমার লুক তিনি আগেই দেখতে চাননা। আর এই লুক লুকিয়ে রাখার পেছনে রয়েছে বিশেষ কারণ। এই মুহূর্তে মুম্বাইতে শুটিংয়ে ব্যস্ত রুক্মিণী। যেহেতু তিনি বলিউডে নতুন এক লুক নিয়ে ডেবিউ করতে চলেছেন তাই আগেই সেই লুক প্রকাশ্যে আনতে পারবেন না এই অভিনেত্রী।
রুক্মিণী এখন এতটাই শুটিং নিয়ে ব্যস্ত যে তিনি কখনো রবিবারেও ব্যস্ত সময় পার করছেন শুটিং নিয়ে। নারী দিবসে শুটিং সেটে উপস্থিত হতে দেখা গেলো সব মহিলাদের। আবার কখনো রুক্মিনীকে দেখা গেলো তার প্রেমিক দেবের সাথে মিলে মায়ের জন্মদিন পালন করতে।
কখনও রবিবারও শুটিংয়ে ব্যস্ত থাকছেন রুক্মিনী। কখনও বা নারী দিবসে তাঁর সোশ্যাল ওয়ালে থাকছেন সেটের সব মহিলা সদস্যরা। কখনও বা মায়ের জন্মদিন পালন হচ্ছে শুটিংয়ের ফাঁকে মুম্বইতেই। সেই সেলিব্রেশনে পৌঁছে গিয়েছিলেন দেবও। সব মিলিয়ে রুক্মিণীর মুম্বই শুটিং পর্ব যে জমে উঠেছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরেছেন নায়িকা।সব মিলিয়ে রুক্মিণী মুম্বাইতে শুটিং নিয়ে যে খুব ব্যস্ত তার প্রমান নিজেই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
রুক্মিণী চার বছর আগে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শুরু করেছিলেন তার ক্যারিয়ার। তারপর একে একে ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওর্য়াড’ এর মত ছবি করে টলিউডে পাকা করে ফেলেছেন তার নিজের জায়গা। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘সুইৎজারল্যান্ড’–এ আবির চ্যাটার্জির সাথে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হন রুক্মিণী। আর এবার বলিউডে বিপুল শাহের মতো ‘হেভি ওয়েট’ প্রযোজকের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন রুক্মিণী।
সূত্রের খবর অনুযায়ী, ‘সনক’ সিনেমাটি হতে চলেছে অ্যকাশন–থ্রিলার।বিপুল শাহের সাথে বিদ্যুৎ জামালের এটি হতে চলেছে পাঁচ নম্বর ছবি।
View this post on Instagram
View this post on Instagram