বিনোদন

ভয়ে শিবের নাম জপ করতে করতে হাসপাতালে অনুপম খের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। তিনি যে বরাবরই একজন মজার অভিনেতা তা নিশ্চই অনুপম খের ভক্তদের অজানা নয়। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয় অনুপম খের । প্রায়ই নানারকম মজার ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের নজর কাড়েন অভিনেতা অনুপম খের । আর এবারও তার ব্যতিক্রম হলো না।

দ্রুত হাসপাতালে ছুটে গেলেন অনুপম খের। এবং শিবের না জপ করতে শুরু করলেন। কিন্তু ঠিক কি হয়েছিল? যার জন্য হাসপাতালে ছুটে যান অনুপম খের। জানা যায়, এই করোনা কালে অনুপম খের যেন আরো ভালো থাকেন তাই তিনি তড়িঘড়ি হাসপাতালে ছুটে গিয়েছেন করোনা ভ্যাকসিনের টিকা নিতে। শিব ঠাকুনের নাম জপ করতে করতে কখন যে টিকা নেওয়া হয়েছে তা বুঝতেও পারেননি বলিউড অভিনেতা অনুপম খের।

যার ফলে তিনি নার্সকে ধন্যবাদ জানান। এবং তিনি বলেন নার্সের হাতে জাদু আছে । এই ভিডিওটি অনুপম খের নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নজর কাড়ে নেটিজেনদের। সেই ভিডিও-তেই বুঁদ এখন নেট মহল।ভিডিওটিতে বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

Back to top button