বিনোদন

BiggBoss-থেকে ফিরেই গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে ছুটি কাটাতে গেলেন গায়ক-অভিনেতা রাহুল বৈদ্য

কিছুদিন আগেই বিগবসের আসর থেকে ফিরেছেন বলিউডের জনপ্রিয় গায়ক -অভিনেতা রাহুল বৈদ্য। আর এবার তাই হাতে মিলেছে তার কিছু সময় তাই গার্লফ্রেন্ড কে নিয়ে দিশা পার্মারকে নিয়ে ছুটি কাটাই গিয়েছেন রাহুল। তবে কথায় গেছেন সেই সম্পর্কে কিছু না বলে তিনি ছবির ক্যাপশনে লিখেছেন ‘তারাদের শহরে’…।

হেলিকপ্টারের সামনে গার্লফ্রেন্ডকে নিয়ে বসে পোজ দিয়েছেন। দুজন মিলে যে বিলাস বহুল কোনও ট্রিপে যাচ্ছেন তা ছবি দেখেই নিশ্চিত হওয়া যায়। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কালো টপ আর জিন্সে তারা সেজেছে দুজন। অপরদিকে রাহুলের পরনে ছিল টি শার্ট ও ডেনিম।

ছবির কোটেশনে তারা দিয়েছে ফিল্মি কিছু টাচ। নেহা কক্কর এবং জুবিন নওটিয়ালের সুপারহিট গান ‘তারো কে শহর মে’-গানের মূল লাইন স্থান পেয়েছে ছবির ক্যাপশনে। তাদের এই ছবি দেখে উচ্ছসিত হয়েছে অনুরাগীরাও। সকলেই তাদের এই রোমান্টিক যাত্রার জন্য জানিয়েছে শুভেচ্ছা। রাহুল বৈদ বিগবস না জিততে পারলেও অর্জন করেছেন দ্বিতীয় স্থান।

ইন্ডিয়ান আইডলের সময় যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন সেই জনপ্রিয়তায় যেন আবার ফিরে পেলেন রাহুল বৈদ্য। বিগবসের আসর থেকে ফিরেই দিশা ও রাহুলের পরিবার মিলে করেছে পার্টি। বিগবসের আসরেই দিশাকে ভালোবাসার কথা জানান রাহুল। আর দিশাও রাজি হয়ে যান তবে তাদের বিয়ে কবে সেই বিষয় নিয়ে এখনো কেউ কিছু বলেনি।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

Back to top button