বিনোদন

একসঙ্গেই সরস্বতী পুজো কাটালো নতুন প্রেমিক জুটি স্বস্তিকা-শোভন! ভাইরাল ছবি

টলিউড জগতে একের পর এক তারকাকে নিয়ে প্রায়ই শোনা যায় প্রেমের গুঞ্জন। আর এবার নতুন করে প্রেমের গুঞ্জন শোনা গেলো ‘কি করে বলবো তোমায়ের’ রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত ও শোভন গাঙ্গুলির মধ্যে। এর আগে শোভনের সাথে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত পরিণতি পায়নি। আর এবার গায়ক শোভন গাঙ্গুলির সাথে জড়িয়ে গেলো স্বস্তিকার নাম এমন কি শোভন স্বস্তিকার সাথে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

আর সেই ছবি দেখেই অনেকেরই প্রশ্ন তাহলে কি গায়ক শোভন প্রেম করছেন স্বস্তিকার সাথে ?আর সেই প্রশ্নের জবাবে লাজুক ভঙ্গিতেই সোজা সাপ্টা উত্তর দিয়েছেন শোভন। শোভন জানিয়েছেন তার আর স্বস্তিকার মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। এমনকি তিনি জানিয়েছেন যে তাদের মধ্যে প্রেম কোনো সম্পর্ক নেই আর যদি প্রেম নিয়ে কিছু হয় তাহলেও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সকলকে জানাবেন।

কয়েকদিন আগে স্বস্তিকার সাথে একটি সেলফি পোস্ট করে নেটিজেনদের জাজমেন্টাল না হওয়ার জন্য অনুরোধ করেন। এরপর স্বস্তিকার একটি ছবি পোস্ট করে শোভন জানিয়েছিলেন তার ভালো লাগার কথাও। আর এরপরেই হঠাৎ করেই চলছে গুঞ্জন তাহলে কি স্বস্তিকা আর শোভন প্রেম শুরু করে দিয়েছেন।

তবে এবার একসঙ্গে সরস্বতী পুজো কাটালেন স্বস্তিকা-শোভন। এদিন ইনস্টাগ্রামে মা সরস্বতীর সামনে একটি ছবি পোস্ট করেন নায়িকা স্বস্তিকা। এমনকি ক্যাপশনে লিখেছেন, ‘বাসন্তী’। তবে এই দেবী মূর্তি যে শোভনের বাড়ির তা বোঝাই যাচ্ছে তাই অনুরাগীরা এদিকে শোভন ইনস্টাগ্রামে একটি হলুদ পাঞ্জাবি পড়া ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রোজ সকালে পলাশ দিও’। কার কাছে প্রতিদিন পলাশের এই প্রত্যাশা শোভনের?

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta (@swastika023)

 

View this post on Instagram

 

A post shared by shovan ganguly (@shovan_ganguly)

Back to top button