বিরুষ্কাকে ‘মিষ্টি’ অভিনন্দন জানালো আমূল, কন্যাসন্তানকে স্বাগত জানিয়ে আমুলের অভিনব ডুডল ভাইরাল

সোমবার এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা। বাবা হয়েছেন বিরাট কোহলি। গতকাল বিকেল থেকে এই খবর ছড়িয়ে পড়তেই হৈ চৈ পরে যায় ভক্তদের মাঝে।বিরাট অনুষ্কার ঘরে নতুন অতিথি আসায় ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেয় এই তারকা দম্পতীকে। বিরাট-অনুষ্কার সন্তান জন্মানোর পর থেকেই যেন কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরাট-অনুষ্কা এখন লাইমলাইটে । সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও ভিড় জমিয়ে দিয়েছে বলিউডের এই পাওয়ার কাপলের সন্তানের ছবি দেখার জন্য। আর এর মেঝেয় বিরাট-অনুষ্কার কন্যা সন্তানের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ঝলকে আনেন বিরাট কোহলি ভাই বিকাশ কোহলি ।
কিন্তু এবার প্রশ্ন হলো বিরাট-অনুষ্কা কি নাম রেখেছে তাদের কন্যা সন্তানের? এই নিয়ে সকলের মধ্যে তৈরী হয়েছে কৌতূহল। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মেয়ের নাম রেখেছেন আনভি। বিরাট-অনুষ্কা এখনও কিছু না জানালেও, নেট দুনিয়ায় ঘুড়ে বেড়াচ্ছে আনভি নামটিই। সকল মা বাবাই বর্তমানে তাদের সন্তানের নাম আগে থেকেই ঠিক করে রাখেন। সেই ক্ষেত্রে বিরাট অনুষ্কা যে ব্যতিক্রম সেটা বলাই যায় ।
আনভি একটি সংস্কৃত শব্দ। যার অর্থ হল মহালক্ষ্মী। পুরাণ অনুযায়ী আনভি হল বনের দেবী। অনেকেই মনে করেন আনভি নামের মেয়েরা প্রকৃতি প্রেমী হয়ে থাকে। তাই অনেক ভাবনা চিন্তা করেই বিরাট-অনুষ্কা তাদের মেয়ের নাম আনভি রেখেছেন। এমনকি বিরাট-অনুষ্কা যে প্রকৃতি প্রেমী সেটা নিশ্চই সকলের জানা ।
তবে কন্যা সন্তানের জন্মের খবর দিতে গিয়ে বিরাট -অনুষ্কা ভেঙেছেন সমাজের প্রচলিত নিয়ম। সাধারণত কন্যাসন্তান জন্ম নিলে ঘোষণা করা হয় গোলাপি রঙে আর পুত্র সন্তান জন্মালে বেছে নেওয়া হয় নীল রং। তবে এক্ষেত্রে বিরাট -অনুষ্কা প্রচলিত ধারণার বাইরে গিয়ে বেছে নিয়েছেন নীল রং। সোশ্যাল মিডিয়া সহ যুব সমাজের কাছে যেন বিরাট কোহলি ও অনুষ্কা বার্তা দিতে চেয়েছেন যে সন্তানদের নিজের মতো করে বেড়ে উঠতে দেওয়া হোক তাদের বেড়ে ওঠার মধ্যে যেন লিঙ্গ বৈশম্য ও রঙের পার্থক্য না করা হয়। ভক্তদের মনে এই ধারণা জন্মের একটাই কারণ তা হলো সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট -অনুষ্কা জানিয়েছেন যে মেয়ে হলেই তাকে গোলাপি রং আর ছেলে হলেই তাকে নীল রঙের সাথে জুড়ে দিতে হবে তা একদমই যুক্তিহীন!
অপরদিকে বিরাট কোহলি ও অনুষ্কার প্রথম অদূরে কন্যার জন্য ডুডল পোস্ট করলো আমূল। এর আগে আমূল কোনো নবজাতকের জন্য এই ভাবে ‘আদুরে’ ডুডল পোস্ট করেননি।আমুলের ওই ডুডল। সদ্য জন্মানো বিরাট কন্যা যেন জন্মের পর থেকেই হয়ে উঠেছেন সেলিব্রেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি।
View this post on Instagram