ফের শ্রাবন্তীকে পেতে চাইছেন রোশন, গলছে অভিমানের বরফ, আবারো কি এক হচ্ছেন দুজন?

বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বেশকিছুদিন ধরেই রয়েছেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় তার তৃতীয় সম্পর্কের ভাঙ্গনের গুঞ্জন ঘিরেই চলছে তুমুল গুঞ্জন ও আলোচনা। যদিও সম্পর্কের বিষয়ে এখনো দুজনের কেউই মুখ খোলেননি। কিন্তু শত চেষ্টা করলেও তাদের সম্পর্কের মধ্যে যে একটা ফাটল তৈরী হয়েছে তা লুকোতে পারেনি দুজনই। তাদের দুজনের ব্যক্তিগত মনোমালিন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রকাশ পেয়েছে মাঝে মাঝেই। কখনো তারা একে ওপরের প্রতি করেছেন ইঙ্গিতবাহী পোস্ট আবার কখনো তারা শিরোনামে এসেছেন সোশ্যাল মিডিয়া থেকে একে ওপরের ছবি সরিয়ে রেখে।
তবে বছর শেষে কি আবার পিছু ফিরে তাকাতে চাইছেন সেই ফেলে আসা দিন গুলির দিকে। অন্তত সেরকমই ইঙ্গিত পাওয়া গেলো রওশন সিংহের নতুন ইনস্টাগ্রাম পোস্টে। রবিবার রাতটা রওশন পোস্ট করেন তিনটি ইনস্টাগ্রাম স্টোরি। প্রথম দুটি ব্যাঙ্গাত্বক থাকলেও নেটিজেনদের চোখ আটকে যায় তৃতীয়টিতে।
তৃতীয় স্ট্যাটাসে দেখা গেলো ভিড়ের মাঝে দাড়িয়ে রয়েছে এক যুবক। তার চারপাশে যখন সকল,এই ব্যস্ত তাদের সঙ্গীর সাথে ভালোবাসা নিয়ে। তখন তিনি একই তাকিয়ে আছেন ভালোবাসার সেই জুটি গুলোর দিকে। আর তিনি ক্যাপশনে লিখেছেন ‘মাই কন্ডিশন’। অর্থাৎ রওশন সিং এইমুহূর্তে নিজের এক লাগার বিষয়টি তুলে ধরেছেন।
আর সেই ছবি দেখেই নেটিজেনদের মধ্যে এখন প্রশ্ন বছর শেষের আগে কি অভিমানের বরফ গলছে? আবার কি একসঙ্গে দেখা যাবে দুজনকে? তবে রওশন এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে মুখ খোলেননি। অপরদিকে শ্রাবন্তীর ইনস্টাগ্রামে চোখ রাখলে বিভিন্ন শুটিংয়ের মুহূর্তের ছবি পাওয়া গেলেও পাওয়া যায়নি কোনও সম্পর্ক বিষয়ক ইঙ্গিতবাহী কোনও পোস্ট। যা দেখে নেটিজেনদের ধারণা হয়তো আবার বরফ গলার পথে।