কিশোরী বয়সে প্রেমিকের সঙ্গে দেখা করতে ঘরের তালা ভেঙেছিলেন করিনা

বলিউডে প্রায় সকল তারকাকে নিয়ে হয় গুঞ্জন ও চর্চা। আর সেই তালিকা থেকে বাদ নেই বলিউডের বেবো বলে পরিচিত করিনা কাপুর। বিয়ের পরেও তার সেইসব সম্পর্ক নিয়ে হয় বিভিন্ন চর্চা বলিউডে।
তবে করিনার এই সম্পর্কে জড়ানোর ধারা নাকি শুরু হয় শৈশব থেকেই। একবার এমনও হয়েছে তিনি তার প্রেমিকের সত্যহে দেখা করার জন্য ভেঙে ফেলেছিলেন ঘরের তালা। সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এমনি গোপন তথ্য শেয়ার করলেন এই সুন্দরী নায়িকা।
তিনি জানিয়েছেন যে তিনি তখন সদ্য কিশোরী সেই সময় একটি ছেলেকে তিনি খুব পছন্দ করতেন। সেই সময় মা ববিতার কাছে কিছুটা বায়না করেই ওই ছেলেটির সাথে দেখা করতে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু তার মায়ের কাছ থেকে মেলেনি অনুমতি। এরপর দিন বাড়ি থেকে বের হলে সোজা মায়ের রুমের দরজা ভেঙে ওই রুমে ঢোকেন করিনা। কারণ ওই সময় মোবাইলের প্রচলন ছিলোনা বাড়িতে সকলের একটি করে টেলিফোন ছিল। দরজা ভেঙে ছেলেটির সাথে দেখা করার জন্য ফোন করেন ও তারপর সেই ছেলেটির সাথে দেখা করতে যান।
করিনা আরও জানান যে এই ঘটনার পর রেগে আগুন হয়ে গিয়েছিলেন তার মা। আর তারপরেই তাকে পাঠিযে দেওয়া হয় বোর্ডিং স্কুলে। সেই সময় করিনার বয়স ছিল ১৪ অথবা ১৫। করিনা আরও বলেন ‘‘ছেলেটিকে আমার সত্যিই খুব পছন্দ ছিল। কিন্তু মা বিষয়টা নিয়ে বিরক্ত ছিলেন। সিঙ্গেল মাদার হিসেবে তিনি আমাদের বড় করেছেন। তাই বলে দিয়েছিলেন, এসব চলবে না।’করিনার এই স্বীকারোক্তি শুনে হেসে লুটোপুটি তার ভক্ত ও অনুরাগীরা।