বিনোদন

জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর পর, এবার ফাঁস হলো গোপন অডিও ক্লিপ,মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

ভারতীয় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় এক অভিনেত্রী হলেন দিব্যা ভাটনগর।গত ৭ ডিসেম্বর এই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু হয়। তবে তার মৃত্যু নিয়ে শুরু থেকেই বাঁধছে রহস্যের দানা। আর এবার সন্দেহের তালিকায় চলে এলেন অভিনেত্রীর স্বামী গগন।

সম্প্রতি, টেলিভিশন জগতের আর এক জনপ্রিয় তারকা ও প্রয়াত অভিনেত্রী দিব্যার ঘনিষ্ঠ বন্ধু দেবলীনা ভট্টাচার্য।দিব্যার স্বামী দিনের পর দিন তার বান্ধবীর প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। আর সেই কারণেই দিব্যা রজার বিরুধ্যে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন।

সম্প্রতি, দেবলীনা আবার ইন্সট্যাগারমে শেয়ার করেছেন একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপে রেকর্ড হওয়া কথা গুলো তার প্রয়াত বান্ধবী দিব্যার বলে দাবি করেছেন দেবলীনা। ওই অডিওতে গগন দিব্যার প্রতি কেমন অত্যাচার করতেন সেই সব তথ্যই তুলে ধরতে দেখা গেছে দিব্যাকে।

সেখানে আরো বলতে শোনা গেছে যে দিব্যা যদি তার প্রতি চলতে থাকা অত্যাচার নিয়ে কখনো মুখ খোলেন তবে গগন তার মা এবং ভাইয়ের ক্ষতি করতে পারেন। সেই ভয়ের কারণেই দিব্যা কিছু বলতে পারেননি কাউকে। সেই অডিও ক্লিপে শোনা যায় গগন তাকে বেল্ট ও জুতো দিয়েও মারতেন। সেই অডিও ক্লিপটি শেয়ার করে দেবলীনা লেখেন ‘‘তবুও আমরা অপরাধ ঘটার জন্য অপেক্ষা করি। মানুষ শুধু তামাশা দেখে। ওই আসামিটা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের কাছ থেকে সমর্থন চাচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ এবং নির্দয় হতে পারে। ওই আসামিটাকে যত তাড়াতাড়ি সম্ভব জেলে পাঠানো দরকার।’

 

View this post on Instagram

 

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

Back to top button