পরনে পোশাক নামমাত্র, হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সুরভী জ্যোতি । ২০১২ সালে সুরভী ‘কবুল হে’ সিরিয়ালে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটে। যেখানে জোয়া নামে স্বাধীন মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।এরপর সুরভীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।এছাড়াও ‘নাগিন ৩’ সিরিয়ালে অভিনয় করেও ভক্তদের মন জিতে নিয়েছিলেন সুরভী ।
অভিনয়ের পাশাপাশি নিজের ফটোশুট এবং মেক আপের জন্য বেশ জনপ্রিয় সুরভী । কিছুদিন আগে গোলাপী ক্রপ টপ এবং স্কাট আর খোলা চুল আর নিউড মেকাপে ও হাল্কা গোলাপী লিপস্টিকের সাথে পোজ দিয়ে ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।যা প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে যায় । নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দেয় অভিনেত্রীকে ।
সম্প্রতি এই অভিনেত্রী একটি বোল্ড ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি দেখে যেন মনে হচ্ছে সুরভীর অন্দরমহলে এখনো শীতের আমেজ আসেনি। কারণ, ছবিটিতে অভিনেত্রী সুরভীকে একটি তোয়ালে পরে খোলা চুলে এক ভাবে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। আর এই ছবিটি প্রকাশ্যে আসতেই নজর কাড়ে নেটিজেনদের। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। ভাইরাল হয়ে যায় কিছুক্ষনের মধ্যে।
View this post on Instagram
প্রসঙ্গত, ‘নাগিন ৩’ সিরিয়ালে সুরভী নিজের নাগিন চরিত্রের জন্য বেশ সাবলীলভাবে অভিনয় করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।বর্তমানে ‘নাগিন -৫’ এ সুরভী চন্দনা অভিনয় করছেন।তিনিও বেশ সাবলীল ভাবে অভিনয় করার জন্য সমানভাবে সাফল্য পেয়েছেন।