স্কুলের ক্লাসরুমে মুরগি ও খেলার মাঠে হচ্ছে সবজি চাষ, খবর শুনে অবাক ছাত্র-ছাত্রীরা

সারা বিশ্বের মতোই করোনা তান্ডবের প্রভাব পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতেও। করোনা তান্ডবের কারণে গত মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া হয় কেনিয়ার সমস্ত স্কুল। সরকার জানিয়ে দিয়েছে আগামী বছরের জানুয়ারী মাস পর্যন্ত বন্ধ রাখা হবে দেশের সমস্ত স্কুল।
আর এরফলেই নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে দেশের বেসরকারি স্কুলের শিক্ষক থেকে মালিকদের জীবনে। শিক্ষার্তীর অনুপস্থিতির কারণে উপার্জন বন্ধ তাই বিকল্প পথের সন্ধান করছে কেনিয়ার বেসরকারি স্কুলের মালিকরা।
ইতিমধ্যে ১৩৩টি বিদ্যালয় তো স্থায়ীভাবেই বন্ধ হয়ে গেছে। যে কটি বিদ্যালয় অনলাইনে ক্লাস নিয়ে টিকে আছে, তারাও শিক্ষকদের মোট বেতনের একাংশ দিতে পারছে।
রকম পরিস্থিতিতে মুইয়া ব্রেথ্রেন স্কুল নামের একটি বিদ্যালয় কর্তৃপক্ষ মুরগি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
তাই যে শ্রেণিকক্ষ একসময় মুখর ছিল শিশু-কিশোরদের কলতানে, এখন সেখানে গেলে মুরগির ডাক শোনা যাবে। শ্রেণিকক্ষের যে বোর্ডে একসময় গণিতের সূত্র লেখা ছিল, সেখানে এখন দেখা যাবে মুরগির টিকা দেওয়ার সূচি।
মুইয়া ব্রেথ্রেন স্কুলের মালিক জোসেফ মেইনা। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি বিদ্যালয়টি নির্মাণ করেছিলেন ।
তিনি বলেন, গত মার্চে যখন দেশের সব বিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, তখনই যেন সব ওলট-পালট হয়ে গেল। ব্যাংকের ঋণ তখনো শোধ হয়নি। প্রথমে মনে হলো, সব খুইয়ে বসেছি। পরে আমরা সিদ্ধান্ত নিলাম, টিকে থাকতে কিছু একটা করতেই হবে।’
তাই ক্লাসরুমে মুরগি পালন ও স্কুলের খেলার মাঠে সবজি চাষের সিদ্ধান্ত নিয়েছে তারা।