PUBG’র বিকল্প FAU-G নিয়ে তুমুল তর্ক নেটদুনিয়ায়
![](https://www.bharatnews24x7.com/wp-content/uploads/2020/09/6.jpg)
PUBG-সহ ১১৮টি অ্যাপ ব্যান করেছে কেন্দ্র সরকার। এই এরপরই জনপ্রিয় PUBG গেমের বাজার ধরতে দ্রুত ঘোষণা হয়েছিল FAU-G গেমের। অক্ষয় কুমার এই গেমের পৃষ্ঠপোষক। কিন্তু PUBG বিকল্প হতে পারবে তা নিয়ে অনেকেই এই প্রশ্ন তুলে ধরেছেন।
নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে অক্ষয় কুমার এই গেমের ঘোষণা করেন। এছাড়াও এই গেমের ঘোষণার পাশাপাশি গেমটির একটি পোস্টার লাঞ্চ করেন অক্ষয় কুমার। আর এই পোস্টার নিয়ে শুরু হয়ে যায় তর্ক-বিতর্ক। আসলে এই পোস্টারটি একটি জনপ্রিয় মার্কিন ব্যান্ড কলিশন অফ ইনোসেন্স এর টুডে উই রাইজ গানের পোস্টার। নেটিজেনদের একাংশ আর এই পোস্টার নিয়ে ব্যঙ্গ শুরু করে। কেউ কেউ সেই পোস্টারটিকে আক্ষেপ করে বলেছেন পোস্টারটিতে কিছু নিজস্বতা থাকলে ভালো হতো। আবার অপরদিকে কেউ মজার ছলে বলেছেন যখন পুরো গেমটি নকল তখন কি লাভ আসল পোস্টার তৈরী করে।
প্রসঙ্গত, ১ম দফায় ৫৯টি ও দ্বিতীয় দফায় ১১৮টি অ্যাপ ব্যান করে ভারত সরকার। এতে PUBG, Tiktok সহ একাধিক অ্যাপ এই তালিকায় রয়েছে। আর এই অ্যাপ বন্ধ করে চীনের অর্থনীতিতে বড়সড় ধাক্কা দিতে পেরেছে মোদী সরকার। এরপরই এই অর্থনীতির কারণে এখন চীনের মুখে রবীন্দ্রনাথের নাম।