টেক নিউজ

উত্তর কোরিয়ায় করোনা রোগী দেখলেই গুলির আদেশ ? প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

উত্তর কোরিয়া আজব এবং নির্দয়ী আইনের জন্য বিখ্যাত। এমনই এক নির্দয়ী তথ্য সামনে উঠে এলো। সেই উত্তর কোরিয়ায়। করোনা ভাইরাস সংক্রমিতদের গুলি মারার আদেশ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমেরিকার সেনা কম্যান্ডার কিম জং-উন এর দেশের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন। কম্যান্ডার জানিয়েছেন যে, উত্তর কোরিয়ার আধিকারিকরা করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তিদের চীন থেকে দেশে ধোঁকা থেকে রাখার জন্য শুট-টু-কিল অর্ডার জারি করেছে।

উল্লেখ্য, করোনা সংক্রমিতদের কথা উত্তর কোরিয়া এখনও পর্যন্ত স্বীকার করেননি। ইউএস ফোর্স কোরিয়ার লোম্যান্ডার রবার্ট অ্যাব্রাহাম ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্যাটার্জি অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ডিজ এর তরফ থেকে আয়োজিত একটি অনলাইন কনফারেন্সে বলেন, চীনের সীমান্তের পাশে দুই কিমি এলাকা জুড়ে নর্থ কোরিয়া নতুন বাফার জোন তৈরী করেছে ।

উনি বলেন, সেখানে নর্থ কোরিয়া স্পশ্যাল অপারেশন ফোর্সকে মোতায়েন করেছে। এর পাশাপাশি করোনা সংক্রমিত ব্যক্তিদের দেখতেই গুলি মারার আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্যাংইয়াং ভাইরাসকে রোখার জন্য জানুয়ারি মাসেই চীনের সাথে যুক্ত নিজেদের সীমান্ত সিল করে দিয়েছিল।

Back to top button