Google Phone-বাজারে আসার আগেই সকলের আলোচনায়, দেখেনিন বিশেষ ফিচার গুলো

গুগলের নতুন পিক্সেল ফোন এবার বাজারে আসার আগেই সকলের আলোচনার মাঝে জায়গা করে নিলো। টেকপ্রেমীরা মুখিয়ে আছে এই নতুন ফোনটি ব্যবহার করার জন্য। আগামী ৩০ সে সেপ্টেম্বরে এই ফোনটির বাজারে আসার কথা রয়েছে।
সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী গুগল পিক্সেল স্কয়ার ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা মডিউল সেটাপ। যাহ্রাও ফোন থাকতে পারে ডিসপ্লেতে পাঞ্চহোল সেলফি ক্যামেরা।
সোশ্যাল মিডিয়াতে স্ল্যাশলিকস নামের একজন ব্যক্তি নতুন এই স্মার্টফোনটির ছবি শেয়ার করেছেন যে ছবিতে দেখা যাচ্ছে ফোনের পিছনে ফ্ল্যাশের সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
জানা গেছে গুগলের এই ফোনটি বাজারে আসবে দুটি রং নিয়ে কালো আর সবুজ। এই স্মার্টফোনটি তালিকাভুক্ত করা হয়েছে এআই বেঞ্চমার্ক সাইটেও যেখান থেকে বোঝা যাচ্ছে এই স্মার্টফোনে চিপসেট থাকবে এসডি৭৬৫জি অর্থাৎ এই ফোনটি বাজারে আসবে ৫ জি কানেকটিভিটির সুবিধা নিয়ে।
এই প্রথম কোনো পিক্সেল ফোনে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ওলিড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ।ফোনটি অ্যান্ড্রয়েড ১১ এর সাথে লঞ্চ হতে পারে। ফোনের সেলফি ক্যামেরা থাকবে ৮ মেগাপিক্সেল ও ফোনের বাক্সাইড থাকবে প্লাস্টিকের। আর সেই সাথে থাকবে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির ব্যাটারি থাকতে পারে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের।