টেক নিউজঅর্থনীতি

সুখবর! বাইক প্রেমীদের জন্য বাজাজ নিয়ে এলো নতুন Pulsar-NS160, জেনেনিন বিশেষ ফিচারগুলো

ভারতে বাজাজ অটো মোবাইল নির্মিত বাজাজ পালসার ২-এ মোটরসাইকেল।বাজাজ প্রথমে R&D ও পরে মোটরসাইকেল ডিজাইনার গ্লেন কেরের সহযোগিতায় এর সামগ্রী গুলো উন্নত করে তোলা সম্ভব হয়েছে।বাজাজ ২০১২ সালে NS 200 লঞ্চ করেছিল, এরপর সম্প্রতি ভারতে লঞ্চ করা হচ্ছে NS 160।

এর আগেও বিএস৪ মডেলে ১৫.৫ বিএইচ শক্তি পাওয়া যেত।এবার এখন বাইক চালকদের নজর কেড়ে নিতে বাজাজ নিয়ে আসছে NS 160।এটি এই মুহূর্তে সবথেকে শক্তি শালী বাইকের মধ্যে একটি বাইক রূপে পরিচিত হবে।বিএস৬ ভেরিয়েন্টে ১.৪০ লক্ষ টাকা দামের আশেপাশে এই মোটর সাইকেল লঞ্চ হতে চলছে।এই বাইকটি তিনটি রঙের মধ্যে পাওয়া যাবে যেমন-নীল, কালো, লাল।

Back to top button