
ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন অ্যামি বাজারে নিয়ে এলো প্রায় ৪.৭৬ লক্ষ টাকার একটি ইলেক্ট্রনিক গাড়ি। সিট্রোয়েন অ্যামি একটি ছোট গাড়ি ও এই গাড়িটি তুলনামূলকভাবে খুবই হালকা, চারকোনা বিশিষ্ট। এই গাড়িটি ফ্রান্সে ১৪ বছরের বাচ্চা ও পুরো ইউরোপের ১৬ বছরের
বাচ্চাও চালাতে পারবে।এই গাড়িটিতে বসার জন্য দুটি সিট্ রয়েছে। যানবাহনের প্রচুর ভিড়ের মধ্যে থেকেও এটি সহজেই বেরিয়ে আস্তে পারবে। এই গাড়িটিকে এমনভাবে তৈরী করা হয়েছে যাতে চালকের খুবই সুবিধা হবে।
গত বছর জেনেভায় মোটর গাড়ি শোতে এই গাড়িটি প্রদর্শণ করা হয়েছিল।ওই গাড়িটি বছরের শেষে ফ্রান্সে বিক্রি হবে বলে জানিয়েছে ওই গাড়ির সংস্থা।এই গাড়িটিতে কি কি বিষেশ সুবিধা পাবেন তা জানা যাক, আশিক সাবস্ক্রিপশনের চার্জে মাত্র আনুমানিক ১৫০০ টাকা খরচ হবে। এই গাড়িটির সম্পর্কে সিট্রোয়েন ব্র্যান্ডের প্রধান নির্বাহী ভিনসেন্ট কোবি বলেছেন, “১০০ বছর ধরে এসিট্র্যান পরিবহনকে এক নতুন ধরণের করে তৈরী করেছেন।গাড়িটিতে প্রতিরক্ষা মূলক ও ১০০% বৈদ্যুতিক উপায়ে নির্মিত এই গাড়িটি মানুষের ড্রাইভিং লাইসেন্স বিহীন ও সাশ্রয়ের মধ্যেই পাওয়া যাবে।এই গাড়িটি মানুষষে নানা সুবিধায় সাহায্য করতে বিশেশভাবে উপকারে আসবে।
এই গাড়িটি ২৪১০ মিলিমিটার লম্বা, ১৩৯০ মিলিমিটার প্রশস্ত ও ১৫টো মিলিমিটার উঁচু।এই গাড়িটিতে চালক গান শোনার জন্য ব্লুটুথ স্পিকারের সাথে যুক্ত করতে পারবেন।এই গাড়িটি রক্ষণাবেক্ষনের জন্য নানা অ্যাপেরও ব্যবস্থা আছে। যার সাহায্যে ওই চালকটি জানতে পারবে যে পরবর্তী নিকটতম চার্জিং স্টেশন কোথায় আছে। ওই গাড়িটি মাত্র ৩ ঘন্টার মাধ্যমে চার্জ হয়ে যাবে।