খেলা

বিরাট কোহলির ফ্যানের তালিকায় নতুন নাম, জানলে অবাক হবেন আপনিও

ভারতের জনপ্রিয় তারকা ও আগ্রাসী অধিনায়ক হলেন বিরাট কোহলি। দেশে-বিদেশে আছে তার অনেক ফ্যান। সেই তালিকায় ভারতীয় উঠতি খেলোয়াড় থেকে সাধারণ জনগণ।এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের সেরা ক্রিকেটাররাও তাকে অনুসরণ করে চলে।আর এবার বিরাট কোহলির ফ্যানের তালিকায় নতুন যে নাম জুড়ে গেলো তা শুনে অনেকেই অবাক ও খুশি।

সম্প্রতি এল সাক্ষাৎকারে মাইক্তসফটের চেয়ারম্যান সত্য নাদেল্লা জানিয়েছেন যে তার পছন্দের ক্রিকেট তারকা হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।ভারতে এসে তিনি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়ে বলেন ‘আমার মোতে সচিন তেন্ডুলকর যদি গতকালের ফেভারিট হয়, তাহলে বর্তমান সময়ের ফেভারিট হলেন বিরাট কোহলি।আমি ক্রিকেটের জন্য কোডিংয়ের কিছু কাজ করতে চাই।গতকাল অনিল কুম্বলের সঙ্গে আমার দেখা হয়েছিল, ওঁর একটা স্টার্টআপ সংস্থা ক্রিকেট ব্যাট নিয়ে কাজ করছে, সেই সংস্থা ক্রিকেট ব্যাটের মধ্যে চিপ লাগিয়ে ইন্টারনেট সংযোগের মাধ্যমে দারুন কাজ করছে।’

প্রসঙ্গত উল্লেখনীয় যে সম্প্রতি আনুর্ধ -১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অধিনায়ক বিরাট কোহলিকেও তার ব্যাটিং করার অনুপ্রেরণা হিসেবে স্বীকার করেছেন।সচিনের পর একমাত্র বিরাট কোহলি বর্তমানে শাসন করে চলেছে বিশ্বক্রিকেটে।আর যা সত্যি ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে গর্বের বিষয়।

Back to top button