SPORTS: ঋদ্ধিমান সাহাকে সাংবাদিকের ‘হুমকি’, সরগরম ভারতের ক্রিকেট
ভারতের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তির কথা উঠলে সবার আগে আসবে ঋদ্ধিমান সাহার নাম। টেস্ট দল থেকে বাদ পড়া, এরপর বিস্ফোরক মন্তব্য- এসব কারণে তিনি যতটা না আলোচনায় ছিলেন, এখন তার চেয়েও বেশি আলোচনায় এসেছেন এক সাংবাদিকের দেওয়া হুমকির কারণে।
দল থেকে বাদ পড়ার পর হোয়াটসঅ্যাপে এক সাংবাদিক ঋদ্ধিমানের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। এরপর লেখা হয়, ‘বোর্ড একজন উইকেটরক্ষক বেছে নিয়েছে যে সেরা। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেয়ার চেষ্টা করছ, যারা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।’
দল থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করা ঋদ্ধিমান তখন মানসিকভাবে স্থির ছিলেন না। তাই কোনো প্রত্যুত্তরও দেননি। ঐ সাংবাদিক তখন ফোন করেন। ঋদ্ধিমান কল রিসিভ না করায় ক্ষেপে গিয়ে ঐ সাংবাদিক লিখেন, ‘আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি অপমান একদমই নিতে পারি না এবং এটা আমি মনে রাখব।’
সেই হুমকির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঋদ্ধি। এরপর বোর্ড কর্তারাও নড়েচড়ে বসেছেন। বোর্ডের সাথে ঋদ্ধিমানের দ্বন্দ্ব শুরু হলেও বিভিন্ন গণমাধ্যমে বোর্ডের দায়িত্বশীলরা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তবে ঋদ্ধিমান জানালেন, হুমকিদাতা সাংবাদিকের পরিচয় গোপনই রাখবেন তিনি। তার যুক্তি, ‘বোর্ড যদি পরিচয় জানতে চায় আমি বলব। কারো ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই। এজন্য টুইটে ঐ সাংবাদিকের নামও প্রকাশ করিনি। আমার বাবা-মা এই শিক্ষা দেয়নি। মিডিয়ার একজন খেলোয়াড়কে অসম্মান করছে, এটা প্রকাশ্যে আনাই আমার উদ্দেশ্য ছিল।’
ঋদ্ধিমানের সাথে এমন ঘটনায় ক্রিকেটাররা অবশ্য বসে নেই। ক্রিকেটারদের সংগঠন নিন্দা তো জানিয়েছেই, বীরেন্দর শেবাগ বা প্রজ্ঞান ওঝার মত ক্রিকেটাররা সরাসরি এ নিয়ে মুখ খুলছেন।