খেলা

ISL:আজ সেমিফাইনাল, তবে ফাইনালের আগেই দেওয়া হবে বিশেষ ট্রফি

জমে উঠেছে আইএসএল লীগ। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া ও চেন্নাই এফসি।ম্যাচ নিয়ে শুরু হয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা আজকের ম্যাচে গোয়াকে ফাইনালে যেতে হলে জিততে হবে ৪-০ ব্যবধানে কারণ চেন্নাই প্রথমপর্বে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে।তাই আজ দুইদল জেতার জন্য করবে প্রানপন লড়াই।

তবে এসব কিছুর মাঝেও গোয়া এফসি ও তাদের ফ্যানেদের জন্য রয়েছে সুখবর যেহেতু গোয়া লীগ পর্বে এক নম্বরে রয়েছে ও এশিয়ান লিগে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে তাই একটি বিশেষ ট্রফি তুলে দেওয়া হবে গোয়া এফসিকে।

তাই টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ দেখতে আজ নজর রাখতে পারেন আইএসএলের এই সেমিফাইনাল ম্যাচে

Back to top button