খেলা

IPL-বাতিল হয়ে গেলো এই রাজ্যে, IPL নিয়ে চরম অনিশ্চয়তায় কর্তৃপক্ষ

IPL এর কোনো ম্যাচ দিল্লিতে আয়োজন করা সম্ভব নয়।করোনা আতঙ্কের জেরে IPL আয়োজন নিয়ে অনিশ্চয়তার মাঝে দিল্লি সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট প্রভাব ফেলবে IPL -এ।
আজ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন ‘করোনা ভাইরাসের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খেলায় প্রচুর ভিড় হয় সে খেলা নিষিদ্ধ করা হবে দিল্লিতে।IPL পড়ছে তার মধ্যে।’ এখন প্রশ্ন হচ্ছে তাহলে দিল্লির হোমগ্রাউন্ড ম্যাচ গুলো কোথায় হবে।

অপরদিকে আগামী ২৯ মার্চ শুরু হওয়ার কথা IPL কিন্তু করোনা ভাইরাসের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিসিসিআই সবধরনের বিজনেস ভিসা বাতিল করে দিয়েছে।যেহেতু ক্রিকেটাররা বিজনেস ভিসায় এখানে খেলতে আসেন তাই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কোনও বিদেশী ক্রিকেটার ভারতে খেলার জন্য আসতে পারবেনা।তাই IPL যদি আয়োজিত হয় তাহলেও শুরুর দিকে দেখা যাবেনা বিদেশী তারকাদের।

Back to top button