খেলা

২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএল, ভাইরাল বিরাট কোহলির ভিডিও তার আগেই

আর কিছুদিন পরেই শুরু হচ্ছে ভারতের সবথেকে বড় ও জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। ক্রিকেটের এই আসরে মিশে যাবে ক্রিকেট ও বলিউড।আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৩তম আইপিএল টুর্নামেন্ট।

আর সেই কারণেই আইপিএলের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিও।আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির মোবাইলে রিংটোন বেজে উঠছে ‘তেরা ক্যা হোগা কোহলিয়া?’।ভারতের বিখ্যাত এক সুপারহিট সিনেমা ‘শোলে’-র থেকে নেওয়া হয়েছে ‘তেরা ক্যা হোগা কালিয়া’ শুধু পরিবর্তিত করে কালিয়া -র স্থানে বসানো হয়েছে ‘কোহলিয়া’। আর এখানে খলিয়া বলতে বোঝানো হয়েছে বিরাট কোহলিকে। কোহলি জবাবে বলেন ‘ এবারের আইপিএল ১৩ আমার হবে।কাল যেটা হয়নি সেটা আজ হবে।’

Back to top button