খেলা

লোকেশ রাহুল ফর্মে থাকা সত্ত্বেও টেস্টে নেই কেন, এনিয়ে কপিল দেব প্রশ্ন তুলেছেন

প্রথম একাদশে বহুবার পরিবর্তন, টেস্ট ম্যাচে ফার্মে থাকা ক্রিকেটারকে বাইরে রেখে দলগঠনে বিরক্ত হয়ে গেছেন কপিল দেব।

বিস্মিতভাবে কপিল দেব জানিয়েছেন, ‘দলে কেন এটিও পরিবর্তন? ভারতীয় দল এমনভাবে তৈরী করা হোক যাতে ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাস বাড়ে যায়।সেক্ষেত্রে বার বার পরিবর্তনের কোনো কারণ নেই’।এই প্রসঙ্গে তিনি বলেন, লোকেশ রাহুল বর্তমানে ফার্মে থাকা সত্ত্বেও তাকে টেস্ট সিরিজ থেকেবাতিল কর দল তৈরী হচ্ছে।তিনি আরও জানান যে, যে ক্রিকেটার ফার্মে আছে, তাকে বাতিল করার কোনো প্রশ্নই হয়না।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলে লোকেশ রাহুল দেশে ফিরে এসেছেন।এরপর তিনি রঞ্জি ট্রফির জন্য প্রস্তুত হচ্ছেন।

ওয়ানডে সিরিজে রাহুল ৩টি ম্যাচে তার রান সংখ্যা -২০৪।তার এই ভালো পারফরম্যান্সের পরেও তার জায়গা হয়নি টেস্ট সিরিজে।কপিল দেব জানান, প্রতিটি ম্যাচে নতুন দল খেলতে নামছে।দোলে কারোরই জায়গা পাকাপোক্ত নয়।সেক্ষেত্রে সেই ক্রিকেটারের জায়গা যদি দলে নিশ্চিত না হয়, তাহলে তা ক্রিকেটারের পারফরম্যান্সকে প্রভাবিত করে।

ভারতের কাছে ভালো ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ভারত দুই ইনিংসে ২০০ রান করতে পারেনি, এব্যাপারে কপিল দেব বলেন, যদি দুই ইনিংসে ২০০ রান না হয় তবে সেই সিরিজ যেটা সম্ভব নয়।আর এই কারণেই টেস্ট চ্যাম্পিয়ানশিপের প্রথম হারের পর ভারতের দুর্বলতা প্রকট হয়ে উঠেছে।

Back to top button