মেয়ে পটাতে গিয়ে বড় এক ধরণের ক্ষতি করেছেন রাসেল…….

বিশ্বে এখন টি২০ ক্রিকেটের অন্যতম ব্যক্তি হলো আন্দ্রে রাসেল। তার ব্যাটিং করার স্টাইল আর গতিময় বোলিং এখন অনেক অলরাউন্ডারের আদর্শই বটে।তবে তার ব্যাটিং করার স্টাইল-এর সমন্ধে বিশ্বজুড়ে প্রশংসনীয়।তবে তিনি নিজেকে শুধু ক্রিকেটার হিসেবে পরিচিত করে রাখেননি, তার এমন ‘মাসলম্যান’ হয়ে ওঠার পেছনে তার আসল উদ্দেশ্য ছিল কিভাবে মেয়ে পটানো যায়।শুনতে খুবই আশ্চর্য লাগলেও, আন্দ্রে রাসেল নিজেই তার একথা স্বীকার করে নিয়েছে।তিনি আরও জানান যে, মেয়ে পটানোর কথা ভেবে শরীরের বড় ক্ষতি করে ফেলেছেন তিনি।
মাসলম্যান হতে গিয়ে তিনি শুধু তার কাঁধ ও বুকে চওড়া করার জন্য জিমে যেতেন, তবে তিনি ভুলেই গিয়েছিলেন যে শুধু শরীর নয়, পায়ের উরুর ব্যায়ামের কথা।এই জন্য তার পা দুর্বল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আন্দ্রে রাসেল।তিনি আরও জানিয়েছেন যে, তিনি যদি পা নিয়ে ভাবতেন তাহলে হয়তো তার এমন বিস্ময়কর ঘাটনা ঘটতো না।তিনি জানান, তিনি যখন ২৩ বা ২৪ বছরের ছিলেন তখনই তিনি হাঁটুতে ব্যাথা ছিল।এরপর আস্তে আস্তে এটি বিস্ময়কর হয়ে ওঠে।তবে তিনি এই ব্যাথাকে পাত্তা দেননি।