বিপাকে বাংলাদেশী ক্রিকেটার, সৌম্য ও তার বাবার হতে পারে ৩ বছরের জেল

বিপাকে পরে গেলেন বাংলাদেশের জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম সরকার ও তার বাবা।সম্প্রতি সম্প্রতি সৌম সরকার তার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান সারেন হরিনের চামড়ার উপর একটি অনুষ্ঠানের মাধ্যমে।বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো বন্যপ্রাণীর চামড়া নিজের কাছে রাখা দণ্ডনীয় অপরাধ।
আর যদি এমনটা হয়ে যায় তাহলে হয়তো আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে দেখা নাও যেতে পারে এই ওপেনার ব্যাটসম্যানকে।জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকারের প্রতিবেদন অনুযায়ী সৌম সরকারের দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তি দেবনাথের সঙ্গে তিনি গাঁট ছাড়া বাঁধেন সম্প্রতি।
বিয়ের আগের সেই আশীর্বাদ অনুষ্ঠানে আলোচনায় ছিল হরিণের চামড়া, যেটি সৌম্যর আশীর্বাদের দিন ব্যবহার করা হয়।
আর এরপরেই সৌম সরকার ও তার বাবা পরে যান বিপাকে কারণ বাংলাদেশের আইন অনুযায়ী লাইসেসন্স ছাড়া কোনো ব্যক্তির কাছে বন্য প্রাণীর চামড়া থাকলে তা হয় দণ্ডনীয় অপরাধ।আর এই অপরাধের সর্বোচ্চ সাজা হয় ৩ বছরের জেল।