খেলা

ফাইনাল ম্যাচ, মাঠে খেলছেন রোনাল্ডো, অথচ গ্যালারিতে নেই দর্শক

ফুটবল মাঠকে বেশ কয়েক বছর ধরে যেসব তারকারা শাসন করে চলছে তাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হলেন অন্যতম। সারা মাঠে আধিপত্য বজায় রেখে চলেছেন তিনি নিজের দক্ষতায়। ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান সারা পৃথিবীজুড়েই ছড়িয়ে আছে। কিন্তু এবার সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেও হার মানতে হলো করোনা আতঙ্কের কাছে।

এইমুহূর্তে সারা বিশ্বের মতো করোনা আতঙ্কের কাছে নাজেহাল ইতালিও।ইতালিতে এখনো পর্যন্ত মারা গেছে শতাধিক মানুষ।আর এরমধ্যেই রবিবার রাতে ছিল ইতালিয়ান ডার্বি ম্যাচের আসর।মাঠে নেমেছিল দুই প্রধান প্রতিদ্বন্ধি জুভেন্টাস ও ইন্টারমিলান।

তবে এই হাইভোল্টেজ ম্যাচে নেই দর্শক।করোনা আতঙ্কের কারণেই এই ম্যাচ দেখতে এসেছিলেন কয়েকজন সাংবাদিক, ক্লাব কর্মকর্তা ও কোচিং স্টাফ।তবে এই ফাইনাল ম্যাচে গোল করতে পারেননি রোনাল্ডো। ম্যাচের শেষের দিকে রেফারি তাকে হলুদ কার্ড দেখায়।তবে এদিনের ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেছেন পাওলো ও এরোন।

Back to top button