খেলা

পাঞ্জাব-গুজরাট লড়াইয়ে জিতবে কে, দেখে নিন আজকের সম্ভাব্য একাদশ

আইপিএলের এবারের আসরের ১৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মায়াঙ্ক আগারওয়েলের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস আর হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে হবে ম্যাচটি।

দুই দলই তাদের সর্বশেষ ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তবে পাঞ্জাব একটি ম্যাচ হারলেও গুজরাট টুর্নামেন্টে এখনও হারের স্বাদ পায়নি।

দুই ম্যাচের দুটিই জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে গুজরাট টাইটান্স। তিন ম্যাচে দুই জয়ে তার পরের অবস্থানেই পাঞ্জাব। তাই বলা যায়, আজ হাড্ডাহাড্ডি লড়াইই হবে দুই দলের মধ্যে।

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস
মায়াঙ্ক আগারওয়েল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভানুকা রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা, ওডিয়ান স্মিথ/জনি বেয়ারস্টো, অর্শদীপ সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার, ভৈবভ অরোরা।

গুজরাট টাইটান্স
শুভমান গিল, ম্যাথু ওয়েড, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেয়াতিয়া, অভিনব মনোহর, রশিদ খান, লুকি ফার্গুসন, বরুন অরুন/ইয়াশ দয়াল, মোহাম্মদ শামি।

Back to top button