খেলা

দলকে পাল্টে দিয়েছেন শেফালি, জানান মন্ধানা

হরমোনপ্রীত কৌরের ভারতীয় দল টানা দুবার দুটি ম্যাচে জয়ী হয়।এবার প্রতিপক্ষ হিসেবে খেলবে নিউজিল্যান্ড।আজ থেকেই তাদের মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাট্রিকের খোঁজে চলছেন তার দল।

ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ১৭ রানে ও বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে তারা রীতি মতোই দেখিয়েছে যে ভারতীয় দল শাককের মতোই খেলছে।ভারতীয় মহিলা ক্রিকেট টিমের লেগস্পিনার পুনম যাদব খুবই ভালো ফর্মে রয়েছেন।অপরদিকে ব্যাট হাতে নিয়ে ঝড় তুলেছেন শেফালী বর্মা।তিনি শুরুতেই যেভাবে খেলছেন তাতে অপরপক্ষ রীতিমতো চাপে পরে যাচ্ছে।

অভিজ্ঞ ক্রিকেটার ও ওপেনার স্মৃতি মন্ধনার মুখেও শেফালীকে নিয়ে উচ্ছাস।তিনি জানান,’ কয়েকদিন পাওয়ার প্লে-তে বেশি রান আমিই করতাম, তবে শেফালী এসেছে।এখন শুরুর দিকে বেশি রান ও-ই করছে।যে কারণে ভারতীয় দলে ভারসাম্য তৈরী হয়েছে।গত বছর স্মৃতি মন্ধনা ভারতীয় মহিলা ক্রিকেট দলে প্রধান স্কোরার ও সব থেকে বেশি রান করেছিলেন।

স্মৃতি মনে করছেন, শেফালির আগমনে ভারতীয় দলের চেহারা অনেকটাই পাল্টে গিয়েছে।তার টি-২০ ক্রিকেটে আগমন ভারতীয় মহিলা ক্রিকেট দলের একটা ইতিবাচক দিক।তিনি জানান, ওর সাথে ব্যাট করাটা এখন কতটা সহজ ব্যাপার।

Back to top button