খেলা
কৰ্ণাটককে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পরে রঞ্জি ট্রফির ফাইনালে উঠলো বাংলা

বাংলা নতুন একটি ইতিহাস গড়লো।সেমিফাইনালে কৰ্ণাটককে হারিয়ে ফাইনালে উঠলো বাংলা।এর আগে ২০০৭- ২০০৮ সালে ঘড়োয়া টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলা। ৩০ বছর আগে বাংলা শেষবারের মতো রঞ্জি ট্রফি জিতেছিল।পুনরায় আবার ইতিহাস গড়তে আর মাত্র একটা ম্যাচ জয়ের অপেক্ষা।বাংলা প্রথম ব্যাট করতে নেমে ৩১২ রানে অলআউট হয়ে যায়।
বাংলার দলের মধ্যে অনুষ্টুপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।তার রান সংখ্যা ১৪৯। অপরদিকে কার্নাটক প্রথম ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয়ে যায়।এর ফলে বাংলা অনেক বড় লিড পেয়ে যায়।
দ্বিতিয় ইনিংসে বাংলা ব্যাট করতে নেমে ১৬১ রান করে অলআউট হয়ে যায়।তবে দ্বিতীয় ইনিংসে কর্ণাটক ১৭৭ রান করতে পারে।তারপর মুখগেশ কুমার ৬টি উইকেট নিয়ে নেন।যা বাংলাকে ১৭৪ রানে জিতিয়ে দেয়।রঞ্জিট্ৰাফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ।