খেলা

করোনা আতঙ্কে আইপিএল, শাহরুখ খান টুইটারে জানালেন মনের কথা

বর্তমান বিশ্বে চলছে করোনা আতঙ্ক আর তার প্রভাব পড়েছে সর্বক্ষেত্রেই।বাদ নেই আইপিএল সুচিও।করোনা আতঙ্কের কারণেই আইপিএল পিছিয়ে গেছে সুই সপ্তাহ।তবে আগামী ১৫ এপ্রিল থেকে যে আইপিএল সঠিক ভাবে শুরু হবেই তা এখনো অনেকেই মানতে পারছেনা।কারণ করণের প্রভাব এখনো বেশ চরমে।ক্রমশ ভারতেও বিস্তার করছে তার আক্রমণ ইতিমধ্যে ৮৪ জন আক্রান্ত হয়েছে ভারতে।

আর এরকম পরিস্তিথিতে বলিউড বাদশা শাহরুখ খান নৈরাশ্যবাদী নন।উল্টে তিনি আশাবাদী, দেরিতে হলেও আইপিএল সুষ্ঠভাবে শুরু করা যাবে বলে তিনি আশাবাদী।

আইপিএলের পরিচালনা পর্ষদের একটি মিটিংয়ের পর তিনি টুইটারে লিখেছেন ‘‘মাঠের বাইরে সকল ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগল। আমরা গিয়েছিল আমাদের মতামত জানাতে, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কী ভাবছি না ভাবছি। দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা আমাদের মূল লক্ষ্য। আমাদের সরকার ও স্বাস্থ্য এজেন্সিগুলো যা যা মেনে চলতে বলেছে, আমাদের তা মেনে চলতে হবে। আশা করব ভাইরাসের এই প্রকোপ খুব দ্রুতই কমে যাবে ও আইপিএল আয়োজিত হবে। সবার স্বাস্থ্যকে মূল গুরুত্ব দিয়ে কীভাবে সামনে এগোনো যায়, এ ব্যাপারে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক এই ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা করবে ও পরিস্থিতির দিকে নজর রাখবে। সবার সঙ্গে দেখা হয়ে বেশ লাগল, বারবার স্যানিটাইজারও ব্যবহার করলাম আমরা।’

Back to top button