খেলা

এবার কোয়ারেন্টাইনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই খবরে ফ্যানেরা চিন্তায়

এই মুহূর্তে ইতালিতে করোনা পরিস্তিথি বেশ ভয়াবহ।করোনা আতঙ্ক থাকা সত্ত্বেও কয়েকদিন সেখানে চলেছে ফুটবল ম্যাচ।ইতালিয়ান লিগে সিরিয়ার জুভেন্টাসের হয়ে মাঠে নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

রবিবারের সেই ম্যাচে জুভেন্টাস জিতে যায় ২-০ গোলের ব্যবধানে।মাঠে খেলা হলেও দর্শকদের জন্য প্রবেশ ছিল নিষিদ্ধ।দর্শকের উপস্তিথি ছাড়াই আয়োজিত হয় সেই ম্যাচ।এরপর ইতালিতে করণের আক্রমণ আরো তীব্র হওয়ায় পরিস্তিথি আরো বেগতিক দেখে বন্ধ হয়ে যায় সব খেলা।এরপর রোনাল্ডো ফায়ার যান নিজের দেশে মা কে দেখার জন্য।

আর এরইমধ্যে জুভেন্টাস ক্লাবের খগেলোয়ার ও ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ খেলোয়াড় ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়েছেন।যেহেতু সেই খেলোয়াড়ের সঙ্গে একই দোলে খেলেছেন রোনাল্ডো তাই ঝুঁকির আশংকা আন্দাজ করেই দেশে ফেরার পর মাদেইরাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনাল্ডোকে । যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে এমন তথ্য।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কে এমন একটি খবর প্রকাশ পাওয়ায় রীতিমতো চিন্তায় পরে গেছেন তার ফ্যানেরা।

Back to top button