খেলা

অনুস্কা শর্মার সাথে বিরাট কোহলির অন্তরঙ্গ ছবি, ফ্যানসরা দেখে অবাক

ওয়েলিংটনে ২১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট শুরু হওয়ার আগে বৃহস্পতিবার বিরাট ও অনুষ্কা শর্মা একসাথে দেখা গিয়ে থাকে।নিউজিল্যাণ্ডের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিয়ে বিরাট ব্যস্ত থাকলেও শনিবার ইনস্টাগ্রামে ও টুইটারে তাদের অন্তরঙ্গের ছবি শেয়ার করলেন।দর্শকরা সেই ছবি দেখে নানান ধরণের কমেন্ট করতে থাকে।আর এর থেকেই এই ছবিটি ভাইরাল হয়ে যায়।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিউজিল্যান্ডে ছুটির সময়ে ঘুরতে বেরিয়ে ছিল ভারতীয় ক্রিকেট দল।আর এই ছবিটি শেয়ার করেছিলেন মহম্মদ শামি।যেখানে ভারতীয় দলের সাথে অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছে।

এই প্রসঙ্গে বলা যায় যে এবার ভারতীয় দল নিউজিল্যান্ডে টি২০সিরিজে ৫-০-তে জয়ের পর ভারতিয় দল একদিনের আন্তর্জাতিক সিরিজে ৩-০-তে হেরে গেলেও এবার তারা খেলতে নামবে ৫ দিনের টেস্ট সিরিজ । ভারতীয় দল বর্তমানে চ্যাম্পিয়ান শিপের শীর্ষে রয়েছে।এখনও পর্যন্ত ভারতীয় দল ৩৬০পয়েন্টে রয়েছে, যেখানে নিউজিল্যান্ড ৬০পয়েন্ট পেয়ে ৬ নম্বর স্থানে রয়েছে।

Back to top button