খেলা

ইস্টবেঙ্গল-মোহনবাগানে এবার করোনা আতঙ্ক, ডার্বি নিয়ে চিন্তায় ফ্যানেরা

চীনের পর করোনা ভাইরাস পুরো বিশ্বে ছরিয়ে পড়েছে।বর্তমানে এই ভাইরাস পুরো বিশ্বে একটি মহামারীর আকার ধারণ করে ফেলেছে।আর এই ভাইরাস যাতে আরও প্রখর হয়ে না ওঠে সেজন্য আপাতত বন্ধ রাখা হয়েছে বহু ম্যাচে। করোনার প্রভাব খেলোয়াড় দেড় ওপর এসে না পরে সে জন্য গতকাল দর্শকশূন্য মাঠে খেলা হয়েছে আইএসএল লীগ।এবার এই করোনার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে আইলিগের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি ম্যাচও।

আই লীগের সেই ম্যাচ হওয়ার কথা ছিল আজ।তবে সেই ম্যাচটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রেখেছে ফেডারেশন।ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ফুটবল তারকাদের অনুশীলন আপাতত বন্ধ রাখলেও, বিদেশিদের দেশের ফিরতে দেওয়া হচ্ছে না।এদিকে আবার, যুবভারতী পাওয়া গেলে ৪ বা ৫ এপ্রিল আইলিগের কলকাতা করতে চায় ফেডারেশন।

Back to top button