অফবিট

আইনজীবীরা আদালতে কালো কোট কেন পরেন, জেনেনিন অজানা তথ্যটি

পোশাক দেখলেই বিচারপতি এবং আইনজীবীদের চেনা যায়। গত প্রায় ৩৩৫ বছর ধরে কালো কোট পরিধান করার রেওয়াজ চালু আছে। এছাড়া টার্নড-আপ সাদা কলার এবং সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরার রেওয়াজও রয়েছে।
বাংলাদেশের বিচার ব্যবস্থা ব্রিটিশ শাসনের উত্তরাধিকার সূত্রে চলে এসেছে। সময়ের প্রয়োজনে অনেক রীতিতে পরিবর্তন এলেও আদালতে কালো কোট বা গাউন পরিধানের রীতিতে কোন পরিবর্তন আসেনি।

১৬৮৫ সালে ইংল্যান্ডে রাজা দ্বিতীয় চার্লস মারা যাবার পর শোকের প্রকাশের জন্য আদালতে আইনজীবী এবং বিচারপতিরা কালো কোট ও গাউন পরা শুরু করেন। সেই থেকে এখনও পর্যন্ত কালো কোট পরিধান করার রেওয়াজ চালু আছে।

শত-শত বছর ধরে এই পোশাক কেন প্রচলিত আছে কিংবা এক্ষেত্রে কেন কোনো পরিবর্তন আসেনি কেন? এমন প্রশ্ন অনেকেরই। কিন্তু এর উত্তর খুঁজতে গিয়ে ভালো কোনো ধারণা পাওয়া যায়নি। এমনকি আইন বিশেষজ্ঞরাও নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি।

প্রথা ব্রিটেন তাদের উপনিবেশগুলোর উপর চাপিয়ে দিয়েছে। তবে কালো রং-এর সঙ্গে ন্যায়বিচারের কোনো সম্পর্ক নেই। তবে কালো পোশাক পরিধানের মাধ্যমে আইনজীবীরা নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেন।

Back to top button