অফবিট

চোখের পরীক্ষা: ছবিতে এতগুলো ভুল ‘Februray’ বানানের ভিড়ে লুকিয়ে আছে একটি সঠিক ‘February’ বানান, রইল ৮ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

অপটিক্যাল ইলিউশন এখন সবসময় জনপ্রিয় হয় সোশ্যাল মিডিয়ায়। অনেক ছবি থাকে যেগুলোর অপটিক্যাল ইলিউশন মাথা ঘুরিয়ে দিতে পারে। তেমনই একটি ইলিউশন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এখানে ছবির মধ্যে সবগুলি বানান ভুল দেওয়া আছে, এর মধ্যে থেকে বের করতে হবে সঠিক বানানটি।

এখানে যে কাজটি পাঠককে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, এটিতে লেখা রয়েছে ফেব্রুয়ারির ইংরাজি বানান। সেই বানানগুলোর মধ্যে সবকটিই ভুল, শুধু একটি ঠিক। এ বার দেখুন সেগুলোর মধ্যে থেকে ঠিক বানানটি আপনি খুঁজে বার করুন। হাতে কিন্তু বেশি সময় নেই মাত্র ৮ সেকেন্ডে। হ্যাঁ, ৮ সেকেন্ডে আপনাকে খুঁজে বার করতে হবে আসল, ঠিক বানানটি। এতো দূর পড়তে পড়তে এসে আপনাদের মধ্যে কেউ কেউ হয়ত ঠিক বানানটি এতক্ষণে খুঁজে পেয়ে গিয়েছেন। কিন্তু যারা পাননি, তারা একবার খুঁজে দেখতে পারেন।

এখনও খুঁজে পাননি, তা হলে এ বার দেখুন, দ্বিতীয় সারণীর ৯ নম্বর লাইনে রয়েছে ফেব্রুয়ারির সঠিক বানানটি। এ বার দেখতে পেয়েছেন তো শব্দটি? আসলে এরকম ধরণের অপটিক্যাল ইলিউশন আসলে চোখের দৃষ্টি আরো শক্তিশালী করতে সবসময় সাহায্য করে।

তাতে শুধুমাত্র চোখের দৃষ্টি শক্তিশালী হয়, এমনটা কিন্তু নয়, এতে ব্রেনের শক্তি কতটা, সেটাও প্রকাশিত হয়। আপনি কত দ্রুত চিন্তা করতে পারছেন, সেটাও স্পষ্ট হয় এই ছবির দ্বারা।

Back to top button