মোনালিসার ছবিতেই লুকিয়ে আছে পৃথিবী ধ্বংসের সময়, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

চুমকি মাইতি, কলকাতা: এতদিন পর্যন্ত পৃথিবী কবে ধ্বংস হবে তা নিয়ে শোনা গেছে নানান মন্তব্য। বিভিন্ন মনীষিরা তাদের সুদক্ষ বিচারবুদ্ধি বিশ্লেষণ করে পৃথিবী ধ্বংস হওয়ার সময় ব্যাক্ষা করেছেন। তাদের মধ্যে কার ভবিষ্যদ্বাণী সফল হবে বা আদৌ সফল হবে কিনা! তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। তবে একজন বিশেষ ব্যক্তি যিনি একটি ছবিতেই রহস্যজনক ভাবে জানিয়ে গেছেন পৃথিবী ধ্বংস হওয়ার সময়। তিনি আর কেউ নন তিনি হলেন দ্য গ্রেট পেইন্টার লিওনার্দো দ্য ভিঞ্চি। আর যে ছবিতে তিনি পৃথিবী ধ্বংসের সাল ব্যাক্ষা করেছেন সেটি হল মোনালিসা।
মোনালিসা চিত্রে যে সাল ব্যবহৃত হয়েছে সেটি মূলত ইটালির মহিলারা ব্যবহার করে থাকেন। সুতরাং, ছবি থেকে এটা বোঝা হয় যে ১৪৯০ সালে মোনালিসা গর্ভবতী ছিলেন। নিজের পেটের ওপর আড়াআড়ি ভাবে হাত থেকে মোনালিসা ছবিটি আঁকেন। পাশাপাশি চোখ পর্যবেক্ষণ করলে বোঝা যাবে ডান চোখের আকৃতি অনেকটা এল এবং ভি। এই দুটো অক্ষরের অর্থ হল লিওনার্দো দ্য ভিঞ্চি। ছবিটিতে একটি সংখ্যা স্পষ্ট তা হল ৪০০৬। আর আছে মোনালিসা ছাড়া আরও দুজন, তাদের মধ্যে একজন শিশু যে কোলে শুয়ে আছে এবং অপরজন যোদ্ধা।
ছবিটির ওপর ৪০০৬ এই সংখ্যা থেকে অনেক বিশেষজ্ঞ মনে করেন পৃথিবী ৪০০৬ সালে ধ্বংস হবে।
আনুমানিক ১৫০৩-১৫০৬ সালের মধ্যে মোনালিসা ছবিটির সৃষ্টি হয়েছিল। এই চিত্রের আদলে একাধিক সংখ্যা রয়েছে। কিছু ছবিটিতে ১৪৯ কিনবা ৭২ সংখ্যাটি পাওয়া যায়।
বিভিন্ন মনীষি, বিশেষজ্ঞরা পৃথিবী ধ্বংসের সাল উল্লেখ করলেও। সত্যিই সেই নির্দিষ্ট সময়ে পৃথিবী ধ্বংস হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।