দীর্ঘই দিন থেকে বহু তদন্তের ফলে আজ রিয়া জেলে,আসা করা যাচ্ছে ধীরে ধীরে সব ধোঁয়াশা কেটে যাবে সুশান্তের মৃত্যুর রহস্সের থেকে। মঙ্গলবার সুশান্ত কান্ডে অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। টানা তিনদিন জেরার পর নিজের দোষ স্বীকার করেন রিয়া । এরপরেই রিয়াকে হেফাজতে নেন এনসিবি। গ্রেফতারের পরে রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয় এবং বাকি তিনজন অভিযুক্তদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হয়।
টানা ১৪ দিন জেল থাকতে হবে রিয়া চক্রবর্তীকে। এই পরিস্থিতে কেন জামিন হবেনা বলে জানা গিয়েছে। রিয়ার শাস্তিতে খুশি আভাস দেখা যাচ্ছে সুশান্ত ফ্যান দেড় মুখে এবং সুশান্তের পরিবার এর মুখে । রিয়ার গ্রেফতারের প্রসঙ্গে সুশান্তের দিদি স্বেতা জানিয়েছেন,”চিন্তা করবেন না । আসতে আসতে সব সামনে আসবে। অন্যের কথায় কান দেবেন না। সিবিআই,ইডি ও এনসিবি খুব ভাল কাজ করছেন। সব সত্যি এবার সামনে আসবে।”