অফবিট

মঙ্গলের পর শুক্র গ্রহের পাওয়া গেলো প্রাণের স্পন্দন!

বিজ্ঞানীরা এবার শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণী ভেসে বেড়ানোর দারুন একটি সম্ভাবনা দেখতে পাচ্ছেন। সোমবার এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন শুক্র গ্রহের মেঘে উপস্থিত ফসফিন গ্যাসের উপস্থিতির অস্তিত্ব পাওয়ার পরেই এই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যেন গ্রিভস ও তার সহকর্মীরা শুক্র গ্রহে থাকা ওই জীবনদায়ী গ্যাসটির অস্তিত্ব নির্ণয় করতে পারলেও সেই গ্যাস কিভাবে শুক্র গ্রহে এলো তা ব্যাখ্যা করে দেখতে পারেনি।

একটি বিজ্ঞান প্রত্রিকায় প্রকাশিত নিবন্ধে তারা জানিয়েছেন গ্যাসটি হয়তো ওই গ্রহে প্রাকৃতিকভাবেই তৈরী হয়েছে কারণ এই গ্যাস পৃথিবীতে তৈরী হয় বিভিন্ন ব্যাকটেরিয়া থেকেই। এই গ্যাস অক্সিজেন রয়েছে এমন সব ব্যাকটেরিয়া নিঃসরণ করে।

তাই শুক্র গ্রহে ফসফিন গ্যাসের অস্তিত্ব পাওয়ার পর সেখানে প্রাণের উৎপত্তি নিয়ে আশাবাদী এখন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন শুক্র গ্রহের পরিবেশ সম্পর্কে এখনো পর্যন্ত যা জানা গেছে তা থেকে বোঝা যাচ্ছে সেখানে ফসফিন গ্যাস রয়েছে কিন্তু ওই গ্যাস সম্পর্কে কোনো জৈবিক কারণ ব্যাখ্যা করা যাচ্ছেনা। আর যে পরিমানে ফসফিন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে ততই সেই গ্রহে জীবন্ত কোনো উৎস থাকার কথা আশা করা যাচ্ছে।

Back to top button