অফবিট

বিয়ে এড়াতে বাড়ি ছেড়ে চলে যান, সাত বছর পর অফিসার হয়ে ফিরলেন মেয়ে

শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলেও ঘটেছে বাস্তব ঘটনা। নিজের স্বপ্ন পূরণের লড়াইয়ে তিনি ছিলেন নিজেই নিজের মেন্টর ও যোদ্ধা।
নিজের অদম্য জেদ আর অধ্যাবসায়ের দৌলতেই সেই মেয়েটি আজ বাড়ি ফিরলেন বড় অফিসার হয়ে। তার এই সফলতা পেতে সময় লেগেছে সাত বছর। আর সফল হওয়ার পরেই বাড়ি ফিরলেন সঞ্জু রানি ভার্মা।

অদম্য জেদ আর অধ্যবসায়ে বাড়ি ছাড়া মেয়েটি আজ সরকারের অফিসার। সফলতা হাতের মুঠোয় পেতে লেগেছে সাত বছর। আর সফলতা নিয়েই বাড়ি ফিরলেন সঞ্জু রানি ভার্মা।

ভারতের উত্তরপ্রদেশের মারাঠ জেলার বাসিন্দা হলেন সঞ্জু রানী ভার্মা। তিনি জন্ম গ্রহণ করেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে। যখন তার মায়ের মৃত্যু হয় তখন তার পড়াশুনাতে বাধা হয়ে দাঁড়ায় তার পরিবার। বাড়ির লোক তখন তাকে বিয়ে করে সংসার সামলানোর পরামর্শ দেয়।

কিন্তু অদম্য জেদি সঞ্জু ও তার পরিবারের মাঝে শুরু হয় কথা কাটাকাটি। তখন তিনি নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছের কথা জানান তার পরিবারকে। কিন্তু সেই সময় তার মতামত কে গুরুত্ব দেয়নি তার পরিবার।

আর যখন পরিবারই তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তখন সঞ্জু নিয়ে নেন এক কঠিন সিদ্ধান্ত। ২০১৩ সালেই তিনি বাড়ি ছেড়ে চলে যান দিল্লিতে। আর সেখানে গিয়ে তিনি নিয়মিত সিভিল সার্ভিস পরীক্ষায় বসা শুরু করে দেন।

তবে তার স্বপ্ন পূরণের রাস্তা শুনতে যতটা সহজ লাগছে ছিল তার থেকেও অনেক কঠিন।

তিনি জানিয়েছেন যে ২০১৩ সালে বাড়ি ছেড়ে দেওয়ার পাশাপাশি তাকে ছাড়তে হয় পড়াশুনাও। তখন তার কাছে ছিল না কোনো টাকা। তখন তিনি বেসরকারি স্কুলে আংশিক সময়ের শিক্ষিকার কাজ শুরু করেন। আর তাই দিয়েই তিনি শুরু করেন সিভিল সার্ভিস পরীক্ষায় বসার প্রস্তুতি।

তিনি মারাঠের আর জি ডিগ্রি কলেজে গ্র্যাজুয়েশন করার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন।

এরপর সঞ্জু রানী ভার্মা উত্তর প্রদেশের প্রোভিসিয়াল সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন ২০১৮ সালে।তবে তার লক্ষ এখনো অনেকদূরে। তিনি আরও পড়াশুনা করে বসতে চান ইউপিএসসি পরীক্ষায় ও হতে চান জেলা শাসক।

Back to top button