VIRAL: দুই ছাত্রের সঙ্গে ক্লাসরুমে ‘অশ্লীল ভঙ্গী’তে নাচ শিক্ষিকার, সমালোচনা নেট দুনিয়ায়
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
এবার তো একেবারে ক্লাসরুমের মধ্যে দুই ছাত্রের সঙ্গে এক শিক্ষিকার যাকে বলে ‘অশ্লীল ভঙ্গী’তে নাচের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। এমনটাই দাবি নেটিজেনদের এই নাচের স্টেপকে তারা অশ্লীল আখ্যাই দিচ্ছেন।
ভিডিওতে দেখা গেল, একটি ফাঁকা ক্লাসরুমের মধ্যে সাদা শাড়ি ও কালো ব্লাউজ পরে প্রথমে শিক্ষিকা উড়ন্ত চুম্বন ছুড়ে দিচ্ছেন। তারপর দুইদিক থেকে দুই ছাত্র এসে শিক্ষিকার সঙ্গে নাচ শুরু করলো। ছাত্র দুটির পরনে রয়েছে স্কুল ড্রেস। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই শিক্ষা ব্যবস্থার এই হাল। তার উপরে শিক্ষিকা ও পড়ুয়াদের পড়াশোনা ছেড়ে এমন কাণ্ড দেখে সত্যিই লজ্জিত নেটিজেনদের একাংশ। তবে, নেটপাড়ার একটা অংশ এই ভিডিও নিয়ে বেশ মেতেছেন।
Video _ youtube pic.twitter.com/9lIbcESII3
— Aaj Sakal (@AajSakal) March 3, 2022