অফবিট

চাণক্যের মত অনুযায়ী এই চারটি কথা কাউকে বলাই উচিত নয়, নাহলে হবে সর্বনাশ

ভারতের অবিস্মরণীয় এক পন্ডিতের নাম হলো চাণক্য। তাবড় তাবড় পন্ডিতরা এটাই মেনে আসছেন যে চাণক্যের নিয়ম নীতি মেনে চললে জীবন থেকে দুঃখ-দুর্দশা সব দূর হয়ে যাবে। চানক্য মানুষের জীবনে দুঃখ থাক আর ভয়ানক বিপদ তাকে জয় করার সকল রাস্তা দেখিয়েছেন তার উপদেশের মাধ্যমে।

কথিত আছে যে চাণক্যের নীতির মধ্যে রয়েছে জীবনের সমস্ত সমস্যার সমাধান। তাই তার দেওয়া উপদেশ গুলি অবসসই মেনে চলা উচিত। তাহলেই আপনার জীবনের যেকোনো দুঃখ -দুর্দশা দূর হয়ে যাবে। কারণ মহান পন্ডিত চাণক্যের জীবন সম্পর্কে দৃষ্টি ভঙ্গি একদমই আলাদা। তিনি খুব সামগ্রিক ভাবেই দেখেছেন জীবন দর্শনকে। তাই তিনি পন্ডিতের পাশাপাশি মহান দার্শনিক নামেও পরিচিত।

তিনি তার এক উপদেশের বাণীতে মানুষকে চারটি বিষয় সম্পর্কে বলতে না বলেছেন –
১। নিজের জীবনের আর্থিক সংকটের কথা নিজের কাছেই রেখে দেওয়া উচিত নইলে সমাজ দারিদ্র ব্যক্তিদের কখনো সন্মান করে না।

২। আপনার নিজের ব্যক্তিগত সমস্যা গোপন থাকায় ভালো। কারণ যদি আপনার ব্যক্তিগত সমস্যার কথা মানুষ জেনে যায় তাহলে পরবর্তীতে আপনাকে নিয়ে উপহাস করবে।

৩)নিজের স্ত্রী -র চরিত্র নিয়ে কারো সাথে আলোচনা করবেন না। নইলে পরিণতি ভয়ঙ্কর হবে।

৪)আর আপনি যদি কারো কাছ থেকে অপমানিত বা অবহেলিত হয়ে থাকেন তাহলেও কারো কাছে তা বলবেন না। এতে মানুষ আপনার সামনে সোহানা ভুতি দেখালেও মনে মনে আপনাকে নিয়ে উপহাস করবে।

Back to top button