মাতৃত্ব কালীন ছুটি বাতিল করে, একরত্তি শিশু সন্তানকে সাথে নিয়ে কাজে যোগ দিলেন IAS অফিসার

শুধু নাচ গান আবৃতি নয় সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এমন ভিডিও আপলোড হয় যা সত্যি প্রশংসার যোগ্য হয়ে ওঠে। সম্প্রতি ভাইরাল হয়েছে সেরকমই একটি ভিডিও। সাধারণত প্রত্যেক মহিলার মাতৃত্ব কালীন ছুটি আবশ্যক থাকে সরকারি -বেসরকারি সর্বক্ষেত্রেই। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলা IAS অফিসার তার মাতৃত্বকালীন ছুটি বাতিল করে তিনি যোগ দিয়েছেন নিজের দফতরের কাজে।
করোনা পরিস্থিতির ফলে বিভিন্ন প্রশাসনিক বিভাগে বেড়ে গেছে কাজের চাপ। আর সেই কাজ করার তাগিদেই নিজের মাতৃত্বকালীন ছুটি প্রত্যাহার করে নিয়ে নিজের কাজে যোগ দিয়েছেন IAS অফিসার সৌম্যা পান্ডে। আর কাজে যোগ দেওয়ার সময় তিনি সাথে করে নিয়ে আসছেন তার ২২ দিনের সদ্যজাত শিশুকে।তিনি একাধারে সামলাচ্ছেন একজন অফিসারের দায়িত্ব অপরদিকে একই সাথে খেয়াল রাখছেন তার সন্তানের। একজন মা ও একজন আধিকারিক দুই দায়িত্বই সামলাচ্ছেন সমান ভাবেই।
করোনার মতো এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে শিশু কে সাথে নিয়ে তিনি করছেন কাজ। তাই মাঝে মাঝেই তাকে মানতে হচ্ছে সুরক্ষাবিধি। তিনি তাই তার সমস্ত পুরোনো ও নতুন ফাইল মাঝে মাঝেই স্যানিটেজ করছেন। ২০১৭ সালের এই ব্যাচের এই IAS অফিসারের এমন কর্তব্যপরায়ণ মানসিকতা দেখে সকলেই তার প্রশংসা ও শ্রীধা করছে।
माँ की ममता भी निभानी है और आईएएस का फर्ज भी अदा करना है@IASassociation pic.twitter.com/9TnhuizpTC
— अरुण चन्द्रा (@vipchandra13) October 12, 2020