
অপরাধীদের আর নিস্তার নেই।প্রযুক্তির চোখে ফাঁকি দেওয়া যাবে না, তাদেরকে ধরা পড়তেই হবে।আর এই কাজের জন্য লাগানো হবে ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে।আগামী জুনেই কলকাতা, হাওড়া, শিয়ালদহ ও পাটনা-সহ ৬১০৪ টি স্টেশনে চেহারা শনাক্তকরণের জন্য এসব উন্নত মানের ক্যামেরা লাগানো হবে।২০২২ সালের মধ্যে ভারতের প্রতিটি স্টেশনে বসানো হবে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম।এখন স্টেশনে যেসব ক্যামেরা রয়েছে তাতে এই সিস্টেম ব্যবহার করা যাবে না।তাই নতুন পদ্ধতিতে সমস্ত ব্যবস্থা করা হবে।
ফলে এ-ওয়ান, এ, বি, সি ক্যাটাগরির রেল স্টেশনগুলিতে আল্ট্রা হয় ডেফিনেশন ক্যামেরা লাগানো হবে।আর সেগুলো যুক্ত হবে ফেস রিকগনিশন সফটওয়্যারের সাথে।ফলে এই প্রযুক্তির দ্বারা সহজেই অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে।রেলে নানা অপরাধী নির্দ্বিধায় যাতায়াত করে।এই ধরণের অপরাধীদের স্টেশনে ঢুকলেই ছবির সাথে মিলিয়ে দেখার পর নির্দিষ্ট হলেই সিগন্যাল দেবে।যার ফলে সহজেই পুলিশ ও আরপিএফ নিজেদের দফতরে বসে থাকলেও খবর জেনে যাবে।
প্রথমে যে স্টেশন গুলিতে ক্যামেরা লাগানো হবে, সেই স্টেশন গুলি হলো- দিল্লি, আনন্দ বিহার, মুম্বই, কলকাতা, হাওড়া, শিয়ালদহ, চেন্নাই, ভোপাল, জয়পুর, পাটনা, অমৃতসর, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, বেঙ্গালুরু, রাঁচি, আমেদাবাদ, চণ্ডীগড়, রায়পুর।এরপর বড় স্টেশন গুলিতে ৮টি ও ছোট স্টেশন গুলিতে ৪টি কেইউবি ক্যামেরা লাগানো হবে।সর্বপ্রথম চিনে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছিল।এবার সেই পদ্ধতিকে কাজে লাগাতে চলছে ভারত।