অফবিট
চোখের জল দিয়ে ছবি একে করলেন নতুন রেকর্ড, দেখে অবাক সকলেই
এই পৃথিবীতে আছে বিভিন্ন ব্যতিক্রমী মানুষ তারা বিভিন্ন ব্যতিক্রম ধর্মী কাজ করে পড়ে যান মানুষের নজরে। অনেকেই এরকম ব্যতিক্রমী কাজ করে নাম লেখান গিনেস বুক অফ রেকর্ডে। আর সেই রেকর্ডে নাম তোলার জন্য তারা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননা। আর আশ্চর্যের বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা মৃত্যু ভয় কে জয় করে অনায়াসেই করে ফেলেন নতুন নতুন রেকর্ড।
আর এবার সেই রেকর্ড করার লক্ষ্যে ২৭ বছর বয়সের এক চিত্রশিল্পী তার নাম লেয়ানড্রো গ্রানাতো করলেন অবাক করা একটি কাজ। তিনি তার চোখের জল দিয়েই ছবি আঁকতে পারেন। তিনি ছবি আঁকার সময় নাকের একটি ছিদ্রে টিউব রেখে দেন। আর যখন তিনি নিজের নাকের একটি ছিদ্র আঙ্গুল দিয়ে চেপে ধরেন ঠিক তখনি তার চোখ থেকে জল মিশ্রিত রং বের হয়ে আসে। আর সেই রং দিয়েই তিনি ছবি একে দেখান সকলকে।